কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে আলোচিত জোড়া হত্যা মামলার আসামি তারেক বাহিনীর সদস্য রানা গ্রেফতার
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের দোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মাধবপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ শহীদ হোসেন জানান, বৈদ্যুতিক সরঞ্জামবাহী ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। দোলাই এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।