গাড়িও যাত্রী নেই ঘাটে, সংসার চলবে কেমনে

পদ্মা সেতু উদ্বোধনে দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ৭০ হাজার ভারতীয় রুপিসহ এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক বাংলাদেশির নাম আনারুল ইসলাম । তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের মোহর আলীর ছেলে।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার হুমায়ুন কবীর জানান, বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ এক ব্যক্তি ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর তার দেহতল্লাশী চালিয়ে ৭০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।