মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) ও মমিন সরকার (৩০) নামে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-ফুলপুকুরিয়া সড়কের গুমানীগঞ্জ
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কাজী আাসাদুজ্জামান অসুস্থ। তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ কাজী আসাদুজ্জামান দেশবাসী এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
এদিকে অসুস্থ এই নেতাকে দেখতে গতকাল হলি ফ্যামিলি হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি মহাসচিব কিছু সময় অসুস্থ কাজী আসাদুজ্জামানের পাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
কাজী আসাদুজ্জামানকে দেখতে হাসপাতালে যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। নেতৃবৃন্দ অসুস্থ কাজী আসাদুজ্জামানের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশুরোগমুক্তি কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।