Inqilab Logo

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, ০৭ যিলহজ ১৪৪৩ হিজরী

কুষ্টিয়ায় সড়ক-মহাসড়কে এক বছরে ঝরেছে ৪২ প্রাণ

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ায় দিনদিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। প্রায় দিনই ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। আহত হয়ে পঙ্গু জীবনযাপন করেছেন বিপুলসংখ্যক মানুষ। এসব দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অভাবে থামছে না স্বজন হারানোদের কান্না।
অপ্রশস্ত সড়ক ও বেপরোয়া গাড়ি চলাচলের ফলে কুষ্টিয়কে মহাসড়কে দুর্ঘটনা যেন মহামারীতে রুপ নিয়েছে। কুষ্টিয়ার পথে পথে যেন যমদুত মৃত্যুর পসরা সাজিয়ে বসেছে। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ৪২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বছরের গত ২৭ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় আমোদ আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়। কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গত ২৬ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় হানিফ আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়। নিহত হানিফ আলী ওই ইউনিয়নের মৃত শামসুদ্দিনের ছেলে।
২০ ডিসেম্বর কুষ্টিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দিলে এ ঘটনা ঘটে। গত ১০ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়। গত ৯ ডিসেম্বর সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় বরের কারের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টুটুল (৩৭) নামে একজন নিহত হয়। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের পূর্ব আবদালপুর গ্রামের সানা মন্ডলের ছেলে। গত ৯ ডিসেম্বর একই দিন কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রোবাসের চাপায় মুফাজ্জেল হোসেন মুফা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়। গত ২৪ নভেম্বর কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আহত সাংবাদিক নাসির উদ্দিন (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ২০ নভেম্বর কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে সাইদুর রহমান (৩২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়। গত ১৪ নভেম্বর মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের রানাখড়িয়া শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গত ১৬ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় আলী আজম (৫৫) নামে একজনের মৃত্যু হয়। গত ৪ অক্টোবর কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল চালক নিহত হয়। নিহতরা হলেন- আবদুল কাদের ওরফে রনি (২৫)। শিমুল হোসেন (৩২)। গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়। গত ২১ সেপ্টেম্বর দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় মফা (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। গত ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়ায় ত্রিমোহনী এলাকায় বাসচাপায় ওবাইদুর (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়। গত ৭ সেপ্টেম্বর কুষ্টিয়ায় গরু বোঝাই ট্রাকের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক ইউপি সদস্য নিহত হয়। গত ৪ সেপ্টেম্বর দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুল বারেক (৫৫) নিহত হয়। গত ২ সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জলিল মাস্টার (৬৫) ও শওকত আলী (৬২) নামে দুইজন নিহত হয়। ৯ আগষ্ট কুষ্টিয়া শহরের চৌড়হাসে ট্রাকচাপায় তরিকুল ইসলাম (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়। গত ১৫ জুলাই কুষ্টিয়ায় বাসচাপায় লুৎফর রহমান (৭৮) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়। ১৩ জুলাই দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৫৫) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়। ২৩ জুলাই দৌলতপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই গাড়ীর হেলপারসহ ২ জনের মৃত্যু হয়। নিহতেরা হলেন হলুদ ব্যাবসায়ী পলান (৪২) বাবু (২৫)। ২০ জুলাই কুষ্টিয়া শহরে অটোরিক্সার ধাক্কায় খালিদ ইসলাম (৩) নামে এক শিশু নিহত হয়। ৮ জুলাই কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় টিপু সুলতান (৪০) ও সজল হোসেন (১৭) নামে দুই জন নিহত হয়। ৯ জুলাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর বাজারে বাসের ধাক্কায় আহত কলেজছাত্র শাকিল (১৯) নিহত হয়। ৭ জুন দৌলতপুরে সড়ক শিপন আলীর (২৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়। গত ৬ জুন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সেলিম হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়। ২৩ জুন কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কানাবিলের মোড়ে ট্রাকের নিচে চাপা পড়ে জুয়েল হোসেন (৩৩) নামে এক পথচারী নিহত হয়। গত ১৩ জুন কুষ্টিয়ায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৫ নারী শ্রমিক নিহত হয়। তারা সবাই কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশের (বিএটিবি) নারী শ্রমিক ছিল। গত ১ মে মিরপুরে সড়ক দুর্ঘটনায় হামিদুল শাহর (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিয়ামত আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়। উপজেলার বনানী বিড়ি কারখানার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়ামত আলী উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। গত ১৮ এপ্রিল কুষ্টিয়ার ত্রিমোহনীতে সড়ক দুর্ঘটনায় সেলিম (৪৫) নামে একজন নিহত হয়।
এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কেএম জাহিদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে অন্দোলন সংগ্রাম করে আসছি। সেই সাথে কুষ্টিয়ার বেহাল সড়কগুলো সংস্কারে প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু বলেন, মহাসড়কগুলোতে অনুমোদন বিহিন যানবাহন নসিমন, করিমন ও ব্যাটারী চালিত অটোরিকশার কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। সেই সাথে অদক্ষ চালকদের বেপরোয়া চলাচলের কারণে তা আরো বৃদ্ধি পেয়েছে।
কুষ্টিয়ার ট্রাফিক সার্জেন্ট সুমন বিশ্বাস বলেন, বিভিন্ন সড়কে চলাচল করলেও শহরের এনএস রোড ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহানী পর্যন্ত আট কিলোমিটার এলাকায় ইজিবাইক বেশি চলাচল করছে। এসব সড়কে চলতে গিয়ে চালকেরা প্রতিযোগিতা করেন। যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো হয় ও ইউটার্ন নেন। এতে দুর্ঘটনা বেশি ঘটে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ