Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এসএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিষয় : বাংলা ২য় পত্র
সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল
১। কোন বাক্যে ‘পাকা’ শব্দটি খাঁটি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) পাকা আম সুস্বাদু    *খ) পাকা সোনার দাম বেশি
গ) লোকটা পাকা বটে    ঘ) তার চুল পাকা
২। ‘চোরটা সহজেই লম্বা দিয়েছে।’- এ বাক্যে ‘লম্বা দিয়েছে’ শব্দটির অর্থÑ
ক) ধরা দিয়েছে    খ) সটান হয়ে শুয়ে পড়েছে
*গ) পালিয়ে গেছে    ঘ) চুরি করেছে
৩। ‘কাঁচা সোনা’ এখানে ‘কাঁচা’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ভঙ্গুর     *খ) নিখাদ    গ) হালকা    ঘ) অদগ্ধ
৪। কোনটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) প্রচলিত হওয়া খ) মাথা ঘামান *গ) মাথা ধরা ঘ) মাথা খাওয়া
৫। ‘এত অল্প টাকায় মাস চলবে না।’Ñ এই ‘চলা’ কোন অর্থ প্রকাশ করছে?
ক) প্রচলিত হওয়া খ) অবলম্বন করা *গ) সংকুলান হওয়া ঘ) সময় দেয়
৬। ‘উচ্চৈঃস্বরে’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?
ক) খুব জোরে খ) আরোগ্য লাভ করা
গ) ত্যাগ করা *ঘ) গলা ছেড়ে কথা বলা
৭। ‘সাহস’ কোন শব্দ দিয়ে বুঝানো হয়েছে?
ক) বুক বাঁধা খ) বুক ফাটা *গ) বুকের পাটা ঘ) বুক পাতা
৮। ‘ডাক্তার বাবুর হাত যশ আছে।’Ñ এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
*ক) নিপুণতা খ) সবগুলো গ) সুনাম ঘ) খ্যাতি
৯। ‘নদীটি উত্তর মুখে প্রবাহিত’Ñ এখানে ‘মুখ’ কোন অর্থ প্রকাশ করেছে?
ক) প্রত্যঙ্গ বিশেষ খ) মর্যাদা *গ) দিক ঘ) সম্মান
১০। ‘কর্মভোগ এড়ানো যায় না’Ñ এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করছে?
ক) পেশা    খ) অনুষ্ঠান    *গ) কৃতকর্ম ঘ) কর্তব্য
১১। ‘কেমন করে রেঁধেছে, একেবারে কাঁচাই রয়েছে’Ñ এখানে ‘কাঁচা’ কোন অর্থ প্রকাশ করছে?
ক) অনিপুণ    *খ) অসিদ্ধ    গ) অল্পজ্ঞান     ঘ) অপক্ব
১২। ‘পক্ষপাতী’ কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে?
ক) চোখে ধুলি দেয়া খ) চোখের চামড়া গ) চোখ ফোঁটা *ঘ) এক চোখা
১৩। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম কি?
ক) আসত্তি    খ) আকাক্সক্ষা গ) সমাস     *ঘ) যোগ্যতা
১৪। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলেÑ
*ক) আকাক্সক্ষা খ) যোগ্যতা গ) আসক্তি ঘ) অর্থ সঙ্গতি
১৫। আকাক্সক্ষা, আসক্তি, যোগ্যতাÑ বাক্যের কি?
ক) অংশ    খ) বৈশিষ্ট্য    *গ) গুণ     ঘ) প্রকারভেদ
১৬। ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’Ñ কোন ধরনের বাক্য?
*ক) সরল    খ) যৌগিক গ) মিশ্র     ঘ) বিবৃতিমূলক
১৭। ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান।’Ñ এটা কোন ধরনের বাক্য?
*ক) সরল    খ) যৌগিক    গ) মিশ্র    ঘ)  জটিল
১৮। একটিমাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কি বাক্য বলে?
*ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) মিশ্র বাক্য ঘ) যৌগিক বাক্য
১৯। তার টাকা আছে, কিন্তু তিনি দান করেন নাÑ এটা কি ধরনের বাক্য?
ক) মিশ্র বাক্য খ)  সরল বাক্য *গ) যৌগিক বাক্য ঘ) সাধারণ বাক্য
২০। ‘সকল আলেমগণ আজ উপস্থিত।’Ñ বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক) গুরুচ-ালী দোষে    *খ) বাহুল্য দোষে
গ) দুর্বোধ্যতা দোষে     ঘ) বিদেশি শব্দ দোষে
২১। ‘যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।’Ñ এটি কোন বাক্য?
ক) সরল বাক্য *খ) মিশ্র বাক্য গ) যৌগিক বাক্য ঘ) খ- বাক্য
২২। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
*ক) তার টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
খ) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি ঘ) মাংসভোজী পশু অত্যন্ত বলবান
২৩। ‘যে ভিক্ষা চায়, তাকে দান কর।’Ñ এ বাক্যটি কোন শ্রেণীভুক্ত?
*ক) মিশ্র বাক্য খ) যৌগিক বাক্য গ) সরল বাক্য ঘ) কোনোটাই নয়
২৪। কোনটি জটিল বাক্য?
*ক) লেখাপড়া করে যেই, গাড়ি-ঘোড়া চড়ে সেই
খ) তোমাকে সাথে নিয়ে আমি ঢাকা যাব
গ) তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি
ঘ) আমি বহু কষ্টে এ পর্যন্ত এসেছি
২৫। ভাষার বিচারে বাক্যে কোন তিনটি গুণ থাকা চাই?
*ক) আকাক্সক্ষা, আসক্তি, যোগ্যতা
খ) আসক্তি, যোগ্যতা, অর্থবাচকতা
গ) অর্থবাচকতা, আকাক্সক্ষা, রীতিসিদ্ধতা
ঘ) আকাক্সক্ষা, রীতিসিদ্ধ, অর্থবাচকতা, আসক্তি
২৬। বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই হলোÑ
*ক) আসক্তি খ) আকাক্সক্ষা গ) যোগ্যতা ঘ) জটিল বাক্য
২৭। ‘সত্য কথা না বলে বিপদে পড়েছে’Ñ
*ক) সরল বাক্য খ) মিশ্র বাক্য গ) যৌগিক বাক্য ঘ) জটিল বাক্য
২৮।  সাধু ও চলিতরীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
ক) বাহুল্য দোষ *খ) গুরুচ-ালী দোষ গ) উপমা দোষ ঘ) উৎপ্রেক্ষা দোষ
২৯। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
*ক) শব্দ    খ) বর্ণ গ) ধ্বনি ঘ) চিহ্ন
৩০। যে বাক্য একটি প্রধান খ- বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে কি বলে?
*ক) জটিল বাক্য খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য ঘ) আশ্রিত খ- বাক্য
৩১। ‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।’Ñ এটা কোন বাক্য?
*ক) যৌগিক বাক্য খ) সাধারণ বাক্য গ) মিশ্র বাক্য ঘ) সরল বাক্য
৩২। কোনটি সরল বাক্যের উদাহরণ?
ক) যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে *খ) পুকুরে পদ্মফুল জন্মে
গ) উদায়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না
ঘ) যে ভিক্ষা চায়, তাকে দান কর
৩৩। ‘তিনি অত্যন্ত দারিদ্র্য, কিন্তু অন্তঃকরণ খুব উদার।’- কোন বাক্যের উদাহরণ?
ক) জটিল বাক্য *খ) যৌগিক বাক্য গ) সরল বাক্য ঘ) মিশ্র বাক্য
৩৪। ‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি।’Ñ এটা কোন বাক্য?
ক) সাধারণ বাক্য খ) মিশ্র বাক্য *গ) যৌগিক বাক্য ঘ) সরল বাক্য
৩৫। ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল।’Ñ বাক্যটিতে কোন দোষ আছে?
ক) বাগধারার দোষ খ) গুরুচ-ালী দোষ
*গ) উপমার ভুল প্রয়োগ ঘ) বাহুল্য দোষ
৩৬। ‘হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ।’Ñ কোন বাক্যের উদাহরণ?
ক) সংযুক্ত বাক্য *খ) যৌগিক বাক্য    গ) সরল বাক্য ঘ) মিশ্র বাক্য
৩৭। ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে।’Ñ উদাহরণটি কোন বাক্যের?
ক) সংযুক্ত বাক্য খ) যৌগিক বাক্য গ) সরল বাক্য  *ঘ) মিশ্র বাক্য
৩৮। কোনটি জটিল বাক্য?
ক) সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং পরীক্ষায় পাস করে
*খ) যেহেতু তিনি জ্ঞানী, সেহেতু সকলে তাকে সম্মান করে
গ) পরবর্তী গাড়ি দুই ঘণ্টা পরে আসবে
ঘ) রবীন্দ্রনাথ নিজেই গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেন
৩৯। ‘যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।’- এ বাক্যের আশ্রিত বাক্য কোন অংশটি?
*ক) প্রথম অংশ খ) দ্বিতীয় অংশ গ) মাঝখানের অংশ ঘ) ক্রিয়ার অংশ
৪০। ‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা।’Ñ বাক্যটিতে কোন ধরনের আশ্রিত খ-বাক্য রয়েছে?
*ক) বিশেষণ স্থানীয় খ) বিশেষ্য স্থানীয়    
গ) ক্রিয়া বিশেষণ স্থানীয়  ঘ) ভাব বিশেষণ স্থানীয়
৪১। ‘মহারাজ শুদ্ধোদনের পুত্র শাক্যসিংহ যৌবনে সংসার ত্যাগ করেন।’Ñ এটি কোন ধরনের বাক্য?
*ক) সরল বাক্য খ) যৌগিক  বাক্য
গ) জটিল বাক্য ঘ) মিশ্র প্রকৃতির বাক্য
৪২। ভাষার মূল উপকরণ কোনটি?
ক) শব্দ    *খ) বাক্য    গ) বর্ণ    ঘ) ধ্বনি
৪৩। বাক্যের একক কি?
ক) উক্তি    খ) বিভক্তি    *গ) শব্দ     ঘ) প্রত্যয়
৪৪। ‘মানুষ বৃদ্ধ হলে তার কা-জ্ঞান লোপ পায়’Ñ এ বাক্যটি কিরূপ বাক্য?
ক) খ- বাক্য *খ) মিশ্র বাক্য গ) সরল বাক্য  ঘ) যৌগিক বাক্য
৪৫। কোন বাক্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার হয়েছে?
*ক) মাথা ঝিম ঝিম করছে    খ) এখন যেতে পার
গ) সাইরেন বেজে উঠল        ঘ) তিনি বলতে লাগলেন



 

Show all comments
  • ৩১ জানুয়ারি, ২০১৭, ১০:১০ পিএম says : 0
    আমি MCQ চাই dakhil exam
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন