Inqilab Logo

ঢাকা, বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯, ১০ মাঘ ১৪২৫, ১৬ জামাদিউল আউয়াল ১৪৪০ হিজরী

শীতের দেশে

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আহাদ আলী মোল্লা

জোল-বাঁওড়ে কুটুম পাখির বসলো মেলা ওই
মৌমাছিরা সর্ষে ফুলে যায় ঘুরে টইটই
রাত বিরাতে জমিনজুড়ে ঝরে শিশির দানা
চাঁদর বেছায় ঘোর কুয়াশার মিহিন সামিয়ানা।
 
বরই গাছের ফাঁকে ফাঁকে টুনটুনি যায় আসে
আসমানি মেঘ নীল অম্বরের নীল দরিয়ায় ভাসে
নদীর বুকের ফটিক আভায় স¦চ্ছ পানির ধারা
তার সাথে বয় ছন্দ তুলে ঝরনা পাগলপারা।
 
মাঠে মাঠে দোদুল দোলা সবুজ ঘাসের বুকে
হিমেল বায়ু খেলা করে কতো না উৎসুকে
কৃষক ঝরায় মধুর হাসি আমন ধানের ক্ষেতে
গঙ্গা ফড়িং তিড়িং বিড়িং হঠাৎ ওঠে মেতে।
 
রোদেলা দিন ঝিলিক মিলিক সোনার মতোন জ্বলে
গাঁদা ফুলে পাঁপড়ি মেলায় গন্ধ পলে পলে
খেজুর গাছের মাথায় মাথায় রস টলমল করে
নিঝুম নীরব সারা নিশি ফোঁটায় ফোঁটায় ঝরে।
 
কী পরিবেশ আহা কী রূপ ডাকে সদায় হেসে
মন ছোটে তাই বারে বারে শীত পাবনের দেশে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ