Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রিয়াঙ্কা গান্ধী হলেন কংগ্রেসের সম্পদ : রাহুল

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রিয়াঙ্কা গান্ধী হলেন কংগ্রেসের সম্পদ। কংগ্রেসের পক্ষে তিনি নির্বাচনী প্রচারে অংশ নেবেন কি না, এটা সম্পূর্ণ তার ব্যাপার। গতকাল রোববার কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী এক সংবাদ সম্মেলনে নিজের বোন সম্পর্কে এসব কথা বলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদে বলা হয়, উত্তর প্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছে কংগ্রেস। এ উপলক্ষে রাজ্যের লখনৌতে গতকাল সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও রাহুল গান্ধী।
প্রিয়াঙ্কার প্রশংসা করে তাকে দলের তারকা প্রচারকর্মী বলেও মন্তব্য করেন রাহুল। রাহুল গান্ধী বলেন, ‘প্রিয়াঙ্কা আমাকে অসাধারণভাবে সাহায্য করেছেন। তিনি নির্বাচনে প্রচারে নামবেন কি না, সেটা তার নিজের পছন্দের ব্যাপার। সে কংগ্রেসের সম্পদ।’
গত বুধবার বিজেপির সাংসদ বিনয় কাটিয়ার মন্তব্য করেন, ‘নির্বাচনী প্রচারণায় কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীর চেয়েও অনেক সুন্দরী বিজেপিতে রয়েছেন।’
বিনয়ের ওই মন্তব্যে হেসে দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তার ওই মন্তব্য নারীর প্রতি বিজেপির মানসিকতাই প্রকাশ পায়।’ এক বিবৃতিতে প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতের জনসংখ্যার অর্ধেক সম্পর্কে বিজেপির যে মানসিকতা, সেটাই প্রকাশ করেছেন তিনি।’
বিনয় কাটিয়ার ওই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহের দুঃখ প্রকাশের দাবি জানান কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরুজওয়ালা। কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ওই মন্তব্যের জন্য আপত্তি এবং ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এএনআইকে বলেন, ‘বিশেষ করে নারীকে নিয়ে বা ব্যক্তিগত কোনো মন্তব্য কেউ প্রত্যাশা করে না। এ বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটা নিন্দনীয়।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাহুল

২৬ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ