Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

হায়দারাবাদ টেস্ট খেলতে মুখিয়ে ইমরুল

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়েলিংটন টেস্টে কুইক সিঙ্গল নিতে যেয়ে ঊরুতে এতটাই চোট পেয়েছেন যে, মাঠ থেকে স্ট্রেচারে করে হাসপাতালে পাঠাতে হয়েছে ইমরুল কায়েসকে। হাসপাতাল থেকে ফিরে হাঁটতে পারছেন না, তারপরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন দলের প্রয়োজনে। মুশফিকুরের অনুপস্থিতিতে বদলী উইকেট কিপার হিসেবে ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়ার পর ইনজুরিটাই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইমরুল কায়েসের। এমআরআই রিপোর্টে ঊরুর পেশিতে গ্রেড ওয়ান চিড় ধরা পড়ায় ইমরুলকে নিয়ে সতর্ক থাকতে টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন পরামর্শ বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। ফিট না হয়ে খেলতে নেমে একই জায়গায় চোট পেলে দেড় থেকে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে, মিস করবেন তিনি শ্রীলঙ্কা সফর। ইমরুলকে নিয়ে এমন শঙ্কা করছেন বিসিবি’র প্রধান চিকিৎসক। এমনকি ইমরুলকে নিয়ে ঝুঁকি না নিতে অন্তত অনুশীলন ম্যাচ থেকে বিরত রাখার পরামর্শও এই চিকিৎসকের। তবে গত বছর ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে ৭২ রানের ক্লাসিক ইনিংসের অতীতটা বড্ড বেশিই রোমন্থন করছেন ইমরুল। প্রতিপক্ষ ভারত বলেই তাদের মাটিতে, তাদের বিপক্ষে খেলতে মুখিয়ে এই বাঁ-হাতি ওপেনার ‘ভারতের বিপক্ষে টেস্ট প্রতিটি খেলোয়াড়ই খেলতে মুখিয়ে থাকে। কারণ ভারতে আমরা তেমন খেলার সুযোগ পাই না। এমন একটা গোল্ডেন চান্স সবাই পেতে চাই। আমি এবং আমরা সবাই এ রকম একটা সিরিজ নিয়ে রোমাঞ্চিত।’
ভারত সফরের দল নির্বাচনে আগামীকাল ফিটনেস টেস্টের মুখে পড়তে হচ্ছে ক্রিকেটারদের। সেই পরীক্ষায় উতরে যেতে গতকাল করেছেন ইমরুল ফিটনেস সেশন। ব্যথাটা নাকি অনেকটাই উপশম হয়েছে তার ‘আগের মতো ব্যথা নেই। রানিং করলাম, সাইক্লিং করলাম। কোনো রকম ব্যথা অনুভব করিনি। ডাক্তারের সঙ্গে কথা বললাম। ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে টেস্ট ম্যাচ। আশা করছি খেলার আগে ফিট হয়ে যাবো।’ ফিজিও’র রিপোর্টের দিকে এখন তাকিয়ে ইমরুল ‘ফিজিও যদি ফিটনেস নিয়ে ভালো খবর দেন, তাহলে হয়তো (ভারত সফরে যাবো)। আর যদি সিলেক্ট না হই সেটা আলাদা কথা। এখনো চার-পাঁচদিন সময় আছে। আমার মনে হয়, এ ক’দিন অনুশীলন করলে আরো ভালো কিছু হবে। আমি ফিট হয়ে উঠতে থাকবো।’
মুশফিকুরের অনুপস্থিতিতে ওয়েলিংটন টেস্টে লম্বা সময় ধরে উইকেট কিপিং করায় ইনজুরিতে পড়তে হয়েছে বলে ধারণা করছেন যারা, তাদের সেই ধারণা ভুল মনে করছেন ইমরুল ‘কিপিং করতে গিয়ে পেয়েছি, সেটা ঠিক নয়। পেশাদার ক্রিকেটারদের ফিট হয়ে ক্রিকেট খেলতে হয়।’
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের শেষ ২ ম্যাচে ৫৯ও ৪৪ রানের ইনিংসে ইমরুলকে নিয়ে দারুণ কিছু’র স্বপ্ন দেখেছে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা। তামীমের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ২০১৫ সালে খুলনা টেস্টে তৃতীয় ইনিংসে ওপেনিংয়ে ৩১২ রানের রেকর্ড পার্টনারশিপে অবদান রাখা ইমরুল ভারতের বিপক্ষে মেলে ধরতে প্রস্তুত। এখন অপেক্ষা শুধুই সুযোগ। প্রতিবন্ধকতা বলতে শুধু ফিটনেস টেস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরুল

৬ অক্টোবর, ২০২০
৩ অক্টোবর, ২০১৯
৮ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ