Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সি নিউজের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেমিনার

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

১০০ কোটি মার্কিন ডলারের তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যে আমাদের প্রয়োজন বিপুল সংখ্যক আইসিটি উদ্যোক্তা যারা ভবিষ্যতে এই শিল্পকে নেতৃত্ব দেবে। বর্তমানে ¯œাতক পর্যায়ের শিক্ষার্থীরা আরো বেশি করে আইটি ব্যবসায় শুরু করার ব্যাপারে আগ্রহী হচ্ছে। এছাড়াও অনেক ব্যবসা প্রতিষ্ঠানও সফটওয়্যার ও আইটিএস শাখা খুলছে, যেটি নিঃসন্দেহে একটি ভাল লক্ষণ। কিন্তু তাঁরা কি সঠিক পথে আছেন? একজন সফল ব্যবসায় উদ্যোক্তা হবার জন্য মৌলিক দক্ষতা ও আদর্শ ব্যবসায়িক মডেলটি কী? তাদের কোন ক্ষেত্র (ব্যবসায় শিক্ষা নাকি আইটি) থেকে আসা উচিত?  উক্ত বিষয় নিয়ে সেমিনারে মূল বক্তব্য দিবেন সিনিউজ এর সম্পাদক ও দি ডাটাবিজ সফটওয়্যার লি:. এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাশেদ কামাল, সফল ব্যবসায়ি হিসেবে বক্তব্য রাখবেন বিডিজবস্ ও আজকেরডিল এর প্রতিষ্ঠাতা সিইও ফাহিম মাশরুর। অনান্য বক্তারা হলেন: বেটার স্টোরিজ এর মিনহাজ আনোয়ার, বিডিওএসএন এর জেনারেল সেক্রেটারি মুনির হাসান, ব্রেন স্টেশন ২৩ এর সিইও রাইসুল কবির। সেমিনারে বর্তমান উদ্যোক্তাবৃন্দ, ভবিষ্যৎ উদ্যোক্তাবৃন্দ, ব্যসায়িক অংশীদার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দদের অংশগ্রহন করার জন্য আগ্রহী যে কেউ অনুষ্ঠানস্থলে কিংবা অনলাইনে নিবন্ধন করে  যঃঃঢ়://পহবংিাড়রপব.পড়স/ৎবমরংঃৎধঃরড়হ/ সেমিনারে অংশ গ্রহনে জন্য অনুরোধ করা হলো। সেমিনারটি আগামী ০৩ ফেব্রুয়ারী ২০১৭, শেরে বাংলা নগর অগারগার, বঙ্গব›ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে, রোজ শুক্রবার বিকাল ৫:৩০ থেকে ৭:৩০ মিনিটে গ্রীন ভিউ হল ২য় তলায় অনুষ্ঠিত হবে। উক্ত বিষয়ে আগ্রহীদের যথা সময়ের উপস্থিত থাকতে হবে। সি নিউজ ব্যবসায় শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্র থেকে সফল উদ্যোক্তাদের নিয়ে তাঁদের সফলতার গল্প এবং যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন সেগুলো জানাবেন। কি-নোট পেপারে মূলত তুলে ধরা হবে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাগুলো কী এবং কীভাবে দ্রুত সেগুলো আয়ত্ত করা যেতে পারে তার ওপর। এছাড়াও একটি মৌলিক ব্যবসায়িক মডেল নিয়েও আলোচনা করা হবে। তহবিল সরবরাহ (ফান্ডিং) খাত থেকে একজন বিশেষজ্ঞ থাকবেন, যিনি স্টার্ট আপ কৌশল ও আর্থিক সহায়তার বিষয়গুলো আলোচনা করবেন।
স শিবলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ