Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরুড়ার ৯ ইউনিয়ন : বিএনপির একক প্রার্থী ঘোষণা

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরুড়া উপজেলা বিএনপি উপজেলার ৯টি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা করেছে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫-৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৩ মার্চ ও ভোটগ্রহণ ৩১ মার্চ। দ্বিতীয় ধাপে বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩টি ইউনিয়নে নাম নিয়ে মামলা থাকায় ও ৩টি ইউনিয়নের মেয়াদ পূর্ণ না হওয়ায় ২য় ধাপে ঘোষিত তফসিলে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। গত সোমবার বিকাল ৩টায় বরুড়া উপজেলা বিএনপির কার্যালয়ে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এড. খায়রুল এনাম খান তৌফিকের সভাপতিত্বে বিএনপির একক প্রার্থী ঘোষণা করেন বরুড়ার সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনের প্রতিনিধি ও বরুড়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কাউছার আলম সেলিম। প্রার্থী নির্বাচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়ার সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ আলী আজ্জম, বরুড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জুনাব আলী, পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিএনপি ঘোষিত প্রার্থীরা হলো- ১নং আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইফতেখার আলম ভূঁইয়া (শাহিন) (আগানগর ইউনিয়ন), বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু (২নং ভবানীপুর ইউনিয়ন), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক (১৩নং আদ্রা ইউনিয়ন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন (খোশবাস উঃ ইউনিয়ন), মহিন উদ্দিন মজুমদার বাবুল বর্তমান চেয়ারম্যান (১৫নং পয়ালগাছা ইউনিয়ন), চিতড্ডা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক (চিতড্ডা ইউনিয়ন), মো. জাফর উল্লাহ চৌধুরী (১২নং আড্ডা ইউনিয়ন), ১৪নং লক্ষীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম (১৪নং লক্ষ্মীপুর ইউনিয়ন), উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরুড়ার ৯ ইউনিয়ন : বিএনপির একক প্রার্থী ঘোষণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ