Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

এশিয়া কাপ ক্রিকেট : চোখ রাঙাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেট শুরু হতে যাচ্ছে আজ বুধবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে। সূচনাটা বাংলাদেশ আর ভারতকে দিয়ে। উপভোগ্য ম্যাচ দেখার তুমুল আগ্রহ দর্শকদের মাঝে। কিন্তু প্রথম দিনেই চোখ রাঙাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ। ঢাকার আকাশ ঘনঘোর মেঘে ঢাকা। আবহাওয়া থমথমে। এ অবস্থায় আবহাওয়া বিভাগ ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নসহ দমকা হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সন্ধ্যায় এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেট শুরুর সময় বা এর আগে-পরে অস্থায়ী দমকা হাওয়ার সাথে হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি তাই ঘটে সূচনা ম্যাচটি পরিত্যক্ত অথবা বিলম্বিত হতে পারে। আর যদি তা নাও ঘটে, তাহলে মেঘলা আকাশের নিচে বৃষ্টির চোখ রাঙানির মধ্যেই খেলা চলতে পারে। এদিকে পূবালী লঘুচাপের বর্ধিতাংশের (ট্রাফ) প্রভাবে গতকাল মঙ্গলবার রাতে এবং আজ ভোর থেকেই দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হয়েছে। এ সময় অনেক জায়গায় মৌসুমের প্রথম দমকা থেকে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সাথে বর্ষণ হয়। আজ সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৭০ মিলিমিটার। এ সময় ঢাকায় ১ মি.মি. বৃষ্টি হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ