Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রিকশাচালকদের মাস্ক পরালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ধুলা-বালি ও জীবাণু থেকে রক্ষা পেতে রিকশচালকদের মাস্ক পড়ালেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল (বুধবার) মিরপুর-কাজীপাড়া রোডে যাতায়াতকারী শতাধিক রিকশাচালককে মাস্ক পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়টির সোস্যাল বন্ডিং ক্লাবের সদস্যরা। গ্রিন ইউনিভার্সিটির ট্রেজারার ও ছাত্র বিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. জেনারেল মো. মইনুল ইসলাম (এলপিআর), সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক আবুল হোসেন, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, গ্রিন সোস্যাল বন্ডিং ক্লাবের মডারেটর সিনিয়র লেকচারার আহসান হাবীব, সিনিয়র লেকচারার মো. সামিউল ইসলাম, সাকিবা ফারজানা, লেকচারার মো. মুনিরুজ্জামান, ক্লাব সভাপতি খালেদা আফরীন সাথী, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, জিনিয়া ফেরদৌস, মো. শফিকুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ