Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বন্ধে আদালতের নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বন্ধে কেনিয়া সরকারের নির্দেশকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছেন সে দেশের উচ্চ আদালত। আদালত এক রুলিংয়ের জবাবে এ ঘোষণা দিয়েছে। গত বছর দাবাব শরণার্থী শিবিরটি জোর করে খালি করার নির্দেশ দেয় সরকার। এই শিবিরটিতে ২ লাখ ৬০ হাজার সোমালি শরণার্থী রয়েছে। আগামী মে মাসের মধ্যে এটি বন্ধ করার কথা। তবে এর আগেই কেনিয়ার উচ্চ আদালত সরকারের এ নির্দেশকে অবৈধ ঘোষণা করল। বিচারক জন মাতিভো গত বৃহস্পতিবার রায়ে বলেছেন, কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সোমালিয়া সীমান্তবর্তী শিবিরটি বন্ধের নির্দেশ দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। শিবিরটি বন্ধ করলে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ নির্দেশ দেওয়া হয়েছে, যা কেনিয়ার সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ