Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অর্থ আত্মসাৎ মামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা আটক

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এমপিওভুক্ত শিক্ষকদের ১৯ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুর থেকে অগ্রণী ব্যাংকের সম্রাট মিয়া নামে এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্রণী ব্যাংকের মাদারীপুরের কালকিনি শাখার ক্যাশ অফিসার সম্রাট মিয়া এমপিওভুক্ত শিক্ষকদের টাকা আত্মসাত করেছেন। এমন অভিযোগের ভিত্তিত গত বছরের ১৭ নভেম্বর ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে মাদারীপুরের কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নম্বর ২২। এ মামলায় আরও দু’জন আসামি পলাতক রয়েছেন। তদন্তে আসামি সম্রাট মিয়ার সম্পৃক্ততা পাওয়ায় দুদক তাকে আটক করেছে।
জানা যায়, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আসামিকে আটক করেন। আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ