গামা পালোয়ানকে ডুডলে শ্রদ্ধার্ঘ্য জানালো গুগল

গুগলে গেলেই আজ দেখতে পাবেন গদা হাতে এক পালোয়ান দাঁড়িয়ে আছেন। ডুডলে সেই পালোয়ান কে
প্রত্যেক সেক্টরের সফল মানুষগুলোই নবীনদের জন্য ‘আইডল’ হয়ে ওঠে। চারদিকে ছড়িয়ে পরে তাদের সাফল্যগাঁথা। কেউ কেউ আবার হয়ে যায় ‘লিজেন্ড’। কিন্তু এরকম বেশিরভাগ মানুষের এই সফলতার পিছনে থাকে অনেক ব্যর্থতা ও হাজারো কষ্টের গল্প, দিন-রাত হাঁড় ভাঙ্গা পরিশ্রম আর বহু কিছু হারানোর বেদনা। ফ্রিল্যান্সিং সেক্টরের এমন কিছু মানুষের ওঠে আসার গল্প নিয়েই এবারের অমর একুশে গ্রন্থমেলায় মো. আমিনুর রহমানের নতুন বই ‘ফ্রিল্যান্সার হওয়ার গল্প’। বইটি প্রকাশ করেছে নওরোজ কিতাবিস্তান। যার মূল্য ১৫০ টাকা। এটি লেখকের সপ্তম বই। আর আগে লেখকের প্রকাশিত বইগুলো হচ্ছে- আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর, আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে, আউটসোর্সিং ৩ : সফল হবেন যেভাবে, আউটসোর্সিং ৪: অভিজ্ঞদের অভিজ্ঞতা থেকে, কম্পিউটার এবং ইন্টারনেট টিপস আর সফল হওয়ার গল্প।
স আকাশ নিবির
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।