Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কায় সাড়ে ৫শ’ পলাতক সৈন্য গ্রেফতার

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কায় একদিনে প্রায় সাড়ে ৫শ’ পলাতক সৈন্য গ্রেফতার হয়েছে। সামরিক বাহিনী থেকে গণহারে পালিয়ে যাওয়া ঠেকাতে তাদের গ্রেফতার করা হয়। দেশটির গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই সামরিক বাহিনী থেকে পালিয়ে যাওয়ার এ প্রবণতা ব্যাপক হারে দেখা যায়। গতকাল সরকারি এক কর্মকর্তা একথা জানান। শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর সরকারের সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় আত্মসমর্পণে অস্বীকৃতি জানানো প্রায় ৪৩ হাজার সৈন্যকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। সামরিক আদালতে বিচার এড়াতে সৈন্যদের আত্মসমর্পনের যে অতিরিক্ত সময় বেঁধে দেয়া হয় তা শেষ হয়ে যাওয়ার পর থেকেই এ গ্রেফতার অভিযান শুরু করা হলো। ব্রিগেডিয়ার রোশান সেনিভিরাতনি বলেন, পলাতক সৈন্যদের বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যাপক অভিযান চলাকালে ৫৪৬ জন গ্রেফতার হয়। উল্লেখ্য, সামরিক আদালতে বিচার এড়াতে ৯ হাজারের বেশি সৈন্য সরকারের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ