Inqilab Logo

ঢাকা, রোববার, ১৮ আগস্ট ২০১৯, ০৩ ভাদ্র ১৪২৬, ১৬ যিলহজ ১৪৪০ হিজরী।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিষয় : হিসাববিজ্ঞান ১ম পত্র
জাকির হোসেন
প্রভাষক
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ
১. রেওয়ালি তৈরির মূল উদ্দেশ্য কী?
(ক) লেনদেনের সার সংক্ষেপ তৈরি (খ) হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই
(গ) সম্পদ ও দায়ের পরিমাণ জনা (ঘ) আর্থিক ফলাফল নির্ণয়
নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
প্ররম্ভিক মজুত পণ্য ১০,০০০টাকা, ক্রয় ১,০৫,০০০টাকা, সমাপনী মজুত পণ্য ১৫,০০০টাকা
২. বিক্রীত পণ্যের ব্যয় কত?
(ক) ৯০,০০০টাকা (খ) ৯৫,০০০টাকা
(গ) ১,০০,০০০টাকা (ঘ) ১,১৫,০০০টাকা
৩. সমাপনী মজুত পণ্যের বাজারমূল্য ১০,০০০ টাকা হলে, মোট লাভের উপর কী প্রভাব পড়বে?
(ক) ৫,০০০টাকা বৃদ্ধি পাবে (খ) ৫,০০০ টাকা হ্রাস পাসে
(গ) ১০,০০০টাকা হ্রাস পাবে (ঘ) ১০,০০০টাকা বৃদ্ধি পাবে
৪. হিসাববিজ্ঞানের কোন নীতির কারণে মজুত পণ্যের ক্রয়মূল্য বা “বাজারমূল্য যেটি কম” বিবেচনা করা হয়?
(ক) ক্রয়মূল্য নীতি (খ) পুর্ণপ্রকাশ নীতি
(গ) রক্ষণশীলতার নীতি (ঘ) আদায়করণ নীতি
৫. পণ্যের লিখিত মূল্যের উপর ব্যবসায়ীগণ ক্রেতাকে যে ছাড় দেন,
তাকে বলে-
(ক) নগদ বাট্টা (খ) পরিমাণ বাট্টা
(গ) কারবারী বাট্টা (ঘ) বিশেষ বাট্টা
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
রেওয়ামিলে দেওয়া আছে সেবা আয় ১,৫০,০০০টাকা ও অনুপার্জিত সেবা আয় ২০,০০০টাকা
সমন্বয় দেওয়া আছে সেবা আয় ১০,০০০টাকা হিসাবভূক্ত হয়নি।
৬. আয় বিবরণীতে প্রদর্শনযোগ্য মোট সেবা আয় কত?
(ক) ১,৩০,০০০ (খ) ১,৪০,০০০
(গ) ১,৬২০,০০০ (ঘ) ১,৮০,০০০
৭. অনুপার্জিত সেবা আয়ের অংশ উপার্জিত হলে, উদ্বর্তপত্রে প্রদর্শযোগ্য অনুপার্জিত সেবা আয় কত হবে?
(ক) ১০,০০০ (খ) ১৬,০০০ (গ) ২০,০০০ (ঘ) ২৪,০০০
৮. নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রদর্শন করে?
(ক) সাধারণ সঞ্চিতি (খ) দেনাদার বাট্টা সঞ্চিতি (গ) পাওনাদার বাট্টা সঞ্চিতি (ঘ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
৯. নিচের কোনটি মূলধনজাতীয় ব্যয়?
(ক) সুনামের অবলোপন (খ) ইজারা সম্পত্তির অবলোপন
(গ) আসবাবপত্র ক্রয় (ঘ) পণ্য ক্রয়
১০. নিচের কোনটি কন্ট্রা এন্টি হবে?
(ক) পণ্য বিক্রয় করে প্রাপ্ত চেকটি সাথে সাথে ব্যাংকে জমা দেয়া হল
(খ) অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হল
(গ) জীবন বিমার প্রিমিয়াম প্রদানের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা হলো
(ঘ) চেকের মাধ্যমে পাওনাদানকে পরিশোধ করা হলো
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রাকিব-এর উদ্বৃর্তপত্রে নি¤œরূপ সম্পদ ও দায় পাওয়া যায়:
দালানকোঠা ৫০,০০০টাকা, আসবাবপত্র ২০,০০০টাকা, বিবিধ দেনাদার ৩০,০০০টাকা, মজুত পণ্য ২০,০০০টাকা হাতে নগদ ১০,০০০টাকা, পাওনাদার ৪০,০০০টাকা।
১১. জনাব রাকিব-এর চলতি সনম্পদের পরিমাণ কত?
(ক) ৫০,০০০টাকা (খ) ৬০,০০০টাকা
(গ) ৭০,০০০টাকা (ঘ) ১০,০০০টাকা
১২. পাওনাদারের ৫,০০০টাকা পরিশোধ করা হলে বছরে শেষে মূলধনের উপর কি প্রভাব পড়বে?
(ক) ৫,০০০টাকা বৃদ্ধি পাবে (খ) ৩,০০০টাকা হ্রাস পাবে
(গ) ১০,০০০টাকা বৃদ্ধি পাবে (ঘ) কোন প্রভাব পড়বে না
১৩. পাওনাদার এর প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে ১০,০০০টাকা ও ১২,০০০টাকা। ধারে ক্রয়ের পরিমাণ ৬০,০০০টাকা। পাওনাদারকে নগদ পরিশোধের পরিমাণ কত?
(ক) ৪৮,০০০টাকা (খ) ৫০,০০০টাকা
(গ) ৫৮,০০০টাকা (ঘ) ৬২,০০০টাকা
১৪. এঅঅচ-এর পূর্ণরূপ কোনটি?
(ক) এবহবৎধষষু অপপবঢ়ঃবফ অপপড়ঁহঃরহম চৎরহপরঢ়ধষং
(খ) এবহবৎধষষু অপপবঢ়ঃবফ অপপড়ঁহঃরহম চৎরহপরঢ়ধষ
(গ) এবহবৎধষষু অপপবঢ়ঃবফ অপপড়ঁহঃরহম চৎরহপরঢ়ষবং
(ঘ) এবহবৎধষষু অপপবঢ়ঃবফ অপপড়ঁহঃরহম চৎরহপরঢ়ধষব
১৫. জনাব অর্জুন একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য নগদ ৫,০০০টাকা দিয়ে একটি আলমারী ক্রয় করেন। এক্ষেত্রে যে হিসাবটি ডেবিট করতে হবে-
(ক) আসবাবপত্র (খ) ক্রয় (গ) নগদান (ঘ) বেদাখিলার ভুল
১৬. একটি ভুল অপর একটি ভুল দ্বারা সংশোধিত হলে ভুলের সৃষ্টি হয়?
(ক) লিখার ভুল (খ) নীতিগত ভুল
(গ) পরিপূরক ভুল (ঘ) বেদাখিলার ভুল
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
৩১-১২-২০১৪ তারিখের রেওয়ামিল দেওয়া অগ্রিম বিমা সেলামি ৩০,০০০ টাকা। বিমা ১-১-২০১৬ তারিখে চার বছরের জন্য নেয়া হয়েছে।
১৭. ২০১৪ সালের বীমা খরচ কত?
(ক) ৭,৫০০টাকা (খ) ১০,০০০টাকা
(গ) ১৫,০০০টাকা (ঘ) ৩০,০০০টাকা
১৮. যদি বীমা সেলামী ৩০,০০০টাকা ২০১০৪ সালে হিসাবে দেখানো হয়, তবে উদ্বৃতপত্রের সম্পদ প্রভাব পড়বে?
(ক) হ্রাস পাবে ১০,০০০টাকা (খ) হ্রাস পাবে ২০,০০০টাকা
(গ) হ্রাস পাবে ২২,৫০০টাকা (ঘ) হ্রাস পাবে ৩০,০০০টাকা
১৯. নিচের কোনটি অলীক সম্পত্তি?
(ক) ট্রেডমার্ক (খ) সুনাম (গ) শেয়ার বাট্টা (ঘ) প্যাটেন্ট
২০. ব্যাংকের মাধ্যমে ৩,০০০টাকার প্রাপ্য বিল আদায় নগদান বইতে কী প্রভাব পড়বে?
(ক) ডেবিট হবে ৩,০০০টাকা ব্যাংক কলামে
(খ) ক্রেডিট হবে ৩,০০০টাকা ব্যাংক কলামে
(গ) ডেবিট হবে ৩,০০০টাকা নগদ কলামে
(ঘ) ক্রেডিট হবে ৩,০০০ টাকা নগদ কলামে
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব সাফওয়ান-এর ব্যবসায়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো বৃদ্ধি করতে হবে ২,০০০টাকা, হিসাবভুক্ত অনাদায়ী পাওনা ৫,০০০টাকা এবং বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,০০০টাকা।
২১. হিসাব বছরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
(ক) ২,০০০টাকা (খ) ৩,০০০টাকা (গ) ৬,০০০টাকা (ঘ) ৭,০০০টাকা
২২. যদি বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ৬,০০০টাকা হয় তাহলে উদ্বৃত্তপত্রে কি পরিবর্তন হবে?
(ক) সম্পদ বৃদ্ধি পাবে ৬,০০০টাকা (খ) দায় বৃদ্ধি পাবে ৬,০০০টাকা
(গ) সম্পদ ও দায় হ্রাস পাবে ২,০০০টাকা
(ঘ) সম্পদ ও দায় বৃদ্ধি পাবে ২,০০০টাকা
২৩. নিচের কোন কোন হিসাব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে?
(ক) সম্পদ, উত্তোলন ও দায় হিসাব (খ) আয়, দায় ও মালিকানা স্বত্ব
(গ) আয় সম্পদ ও উত্তোলন (ঘ) ব্যয়, দায় ও মালিকানা স্বত্ব
২৪. উত্তোলনের সুদ ব্যবসায়ের কী?
(ক) ব্যয় (খ) আয় (গ) দায় (ঘ) সম্পদ
২৫. ধারে পণ্য বিক্রয়ের ফলে-
র. আয় বৃদ্ধি পায় রর. স্থায়ী সম্পদ বৃদ্ধি পায় ররর. প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
কোনটি সঠিক ?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৬. বিক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
(ক) ভাউচার (খ) চালান (গ) ডেবিট নোট (ঘ) ক্রেডিট নোট
২৭. মুনাফাজাতীয় হিসাব বন্ধ করার জন্য যে, দাখিলার প্রয়োজন হয়-
(ক) সংশোধনী জাবেদা (খ) প্রারম্ভিক জাবেদা
(গ) সমাপনী জাবেদা (ঘ) সমন্বয় জাবেদা
২৮. আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কোন মূল্যে দেখানো হয়?
(ক) বিক্রয়মূল্য (খ) নীট আদায়যোগ্য মূল্যে
(গ) মোট আদায় যোগ মূল্যে (ঘ) লিখিত মুল্যে
২৯. বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় ব্যবসায়ের একটি-
(ক) আয় (খ) ব্যয় (গ) সম্পদ (ঘ) দায়
৩০. মালিকানা স্বত্ব দ্বারা কি বুঝায়?
(ক) স্বল্পমেয়াদী দায় (খ) অন্তর্দায় (গ) বহির্দায় (ঘ) দীর্ঘমেয়াদী দায় 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন