Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কা সফরে পাচ্ছে না স্পিন বোলিং কোচ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শ্রীলঙ্কার রুয়ান কালপাগে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ১০ মাস আগে। তার জায়গায় হাই-প্রোফাইল স্পিন বোলিং কোচের সন্ধানে এখনো আছে বিসিবি। ভারতের সাবেক বাঁ-হাতি স্পিনার সুনীল যোশীর সাক্ষাতকার নিয়েছেন বিসিবি কর্তারা হায়দারাবাদ বসেই। বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের হয়ে অল রাউন্ড পারফর্ম করা (৫ উইকেট ও ৯২ রান) সুনীল যোশিই হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী স্পিন বোলিং কোচ এবং শ্রীলঙ্কা সফরেই দলের সঙ্গে দেখা যেতে পারে তাকে, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য মিডিয়াকে দিলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে ক্রিকেট দল পাচ্ছে না স্পিন বোলিং কোচ। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন গতকাল দিয়েছেন এ তথ্য ‘আগামী ২৭ তারিখে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাচ্ছে। এর আগে সময় খুব কম। আর যাদের সঙ্গে কথা হচ্ছে তাদেরও কিছু সীমাবদ্ধতাও আছে।’
স্পিন বোলিং কোচ হিসেবে যাকে নিয়োগ দিবে বিসিবি, সেই কোচকে করতে হবে একাধিক দায়িত্ব পালন। এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন তিনি ‘যাকেই নেয়া হোক না কেন, তিনি জাতীয় দল, এইচপি প্রোগ্রাম ও বাকি স্পিনারদের গ্রুপ নিয়ে কাজ করবেন।’



 

Show all comments
  • Mahfuzur Rahman ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ৯:২১ এএম says : 0
    মোহাম্মদ রফিক থাকতে বিদেশী কোচ দরকার কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ