Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন ধারাবাহিক হোম থিয়েটার

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘হোম থিয়েটার’। শাহরিয়ার তাসদিকের রচনা ও খায়রুল পাপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, ইরফান সাজ্জাদ, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, নিশা, আবদুল্লাহ রানা, তানজিকা আমিন প্রমুখ। প্রতি সোম ও মঙ্গলবার রাত ১১টায় প্রচার হবে নাটকটি। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া পরিবারের বিচিত্র গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এতে দেখা যাবে, সগীর সাহেবের বাড়িওয়ালা মোতাহার অনেকটা উদার প্রকৃতির লোক। কিন্তু তার স্ত্রী বিষয়টা একদমই পছন্দ করেন না। যার ফলে সারাদিন তাদের ঝগড়া লেগেই থাকে। তাদের বড় মেয়ে বিথী আইন নিয়ে পড়াশোনা করে। সবকিছুতেই আইন প্রয়োগ করা তার অভ্যাস হয়ে গেছে। ছোট মেয়ে তিথির সবসময় পরীক্ষার আগের রাতে জ্বর আসে। অন্যদিকে সগীর সাহেব নিজের বাড়ি ডেভেলপারকে দিয়ে ভাড়া বাসায় উঠেছে। কিন্তু এখানেও তার আচরণ বাড়িওয়ালার মতো। এ নিয়ে বাড়িওয়ালার পরিবারের সঙ্গে প্রতিনিয়ত নানারকম সমস্যা তৈরি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ