Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাঁঠালিয়ায় সড়ক মেরামতের নামে ভোগান্তি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

(ঝালকাঠি) জেলা সংবাদদাতা : ঝালকাঠি সড়ক বিভাগের নির্মাণাধীন কাঁঠালিয়া উপজেলার বীণা পাণি-কচুয়া এলাকার জনগুরুত্বপূর্ণ সড়কটি খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদার। মরণ ফাঁদের মতো চরম ঝুঁকিপূর্ণ সেই সড়ক দিয়েই প্রতিদিন যাতায়ত করছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ অসংখ্য যাত্রী পরিবহন। এতে ভোগান্তি আর ঝুঁকিতে পড়েছে ৬ জেলার অসংখ্য পথচারী। খুলনা-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা ও বরগুনা জেলার বেতাগী উপজেলার সংযোগ সড়ক বীণাপাণি-কচুয়া অংশের ৪ কিলোমিটার রাস্তা মেরামত কাজ গত বছরের জুলাই মাসে শুরু হয়। কিন্তু এক কিলোমিটার রাস্তার সংস্কার না করেই ফেলে রাখা হয়েছে দীর্ঘ ছ’মাস ধরে। রাস্তা খুঁড়ে রাখায় সেখানে তৈরি হয়েছে মরণফাঁদ। প্রতিদিন অসংখ্য যাত্রী ঝুঁকি নিয়ে পাড় হচ্ছে এ সড়ক দিয়েই। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা পিছু ছাড়ছে না। পটুয়াখালী, কুয়াকাটা ও পার্শ্ববর্তী জেলা বরগুনার বেতাগী আর পিরোজপুর, বাঘেরহাট ও খুলনার সাথে যোগাযোগ রক্ষাসহ কাঁঠালিয়ার অভ্যন্তরীণ যাতায়াতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি। কিন্তু মেরামত কাজ সম্পন্ন না করে ফেলে রাখায় দিন দিন বাড়ছে জীবন ঝুঁকি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোগান্তি

৯ ডিসেম্বর, ২০২১
১৫ নভেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ