Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৮ সফর ১৪৪১ হিজরী

ইসরাইল সীমান্তে সিরীয় বড় শহর কয়েকটি গ্রাম আইএসের দখলে

আতঙ্ক ছড়াচ্ছে অস্ত্রবাহী ড্রোন

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিদ্র্রোহীরা জিহাদি আইএস’র সঙ্গে সম্পর্ক রেখে এক হামলায় দেশটির সীমান্তের একটি বড় শহর ও কয়েকটি গ্রাম জনপদ দখল করে নিয়েছে। এই এলাকাটি হলো, সিরিয়ার কাছে ইসরাইলি সীমান্তের সাথে মিশানো। যে দলটি এই এলাকা দখল করে নিয়েছে তাদের মডার্ন বিদ্রোহী বলে আখ্যায়িত করা হয়েছে। বিদ্রোহীদের এক অংশ ফ্রি সিরিয়ান আর্মির নেতা খালিদ বিন আল ওয়ালিদ গত মঙ্গলবার এই যুদ্ধের নেতৃত্ব দেন। ওদিকে, একের পর এক হামলা চালিয়ে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে জেহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরাক, সিরিয়া, লিবিয়ায় আইএসের ভয়াবহ হামলা ও শিরñেদের ঘটনা পুরো বিশ্বকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলেছে। এই দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করছে আইএস। এসবের পাশাপাশি আইএস এবার এক নতুন আতঙ্ক ছড়াচ্ছে। আইএসের এই নতুন আতঙ্কের নাম অস্ত্রবাহী ড্রোন। গত মাসে ইরাকে আইএসের এই ড্রোন ব্যবহার করে হামলা চালাতে দেখা গেছে। উত্তর ইরাকে প্রথম এ ধরনের দুটি ড্রোন ইরাকি বাহিনীর হাতে আসে। প্রায় ছয় ফুট ব্যাসার্ধের এই দ্রæতগামী ড্রোনগুলো বিস্ফোরক নিয়ে অনেক দূরের লক্ষ্যে হামলা চালাতে সক্ষম। ওই ড্রোন দিয়ে হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। এতে দেখা গেছে, দুই জঙ্গি একটি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। মসুলের লড়াইয়ে ড্রোনের মাধ্যমে বহনকারী বিস্ফোরক দিয়ে ইরাকি সেনাবাহিনীর বিপুল ক্ষতি করেছিল আইএস সদস্যরা। আইএসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এক সপ্তাহে তাদের বোমা বহনকারী ড্রোনের হামলায় ৩৯ ইরাকি সেনা নিহত বা আহত হয়েছে। দ্যা ইন্ডিপেন্ডেন্ট ও ওয়েবসাইট। 

Show all comments
  • ওসমান ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১:০৯ পিএম says : 0
    এই যুদ্ধ যুদ্ধ খেলা কবে শেষ হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ