Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আওয়ামী লীগে ২৭ বিএনপিতে ২৯ মনোনয়ন প্রত্যাশী

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

এমএ ছালাম, মহাদেবপুর (নওগাঁ) থেকে : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের ৬০জন চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারণায় মাঠ-ময়দান কাঁপাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলায় আওয়ামী লীগের ২৭জন, বিএনপির ২৯জন এবং জামায়াতের ৪জন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে গণসংযোগের সাথে মানুষজনদের দান-খয়রাত করছেন উদার হস্তে। প্রাতিষ্ঠানিক দানের ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাচ্ছে তাদের দানের ক্ষেত্রে। হঠাৎই একসাথে এতগুলো দানশীল মানুষ পেয়ে সাধারণ মানুষজনদের অবস্থা দাঁড়িয়েছে চাঁদ হাতে পাওয়ার মত। দানশীল এসব চেয়ারম্যান প্রার্থীর কারণে এ শীতে দরিদ্র ও হতদরিদ্র লোকজনের তেমন কষ্ট হয়নি গরম কাপড়ের জন্য। মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা রাতদিন সমানে গণসংযোগ করে চলেছেন ভোটারদের বাড়ি বাড়ি। এতে তাদের পকেটেও টান ধরেছে। উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে যারা আগাম গণসংযোগ শুরু করেছেন তাদের মধ্যে রয়েছেন, মহাদেবপুর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রিয়াছাত হায়দার টগর, আলহাজ্ব মো. আক্কাছ আলী, মাহফুজুল আহসান জুয়েল, আওয়ামী লীগের মো. মাহবুবুর রহমান ধলু, সম জাহাঙ্গীর আলম তোতা, সামিউন্নবী শামীম ও মো. জিল্লুর রহমান। হাতুড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মো. আকবর হোসেন মন্ডল, শ্রী হিমান চন্দ্র বর্মণ, বিএনপির মো. এনামুল হক, মো. সাইদুর রহমান ও মো. আব্দুল মতিন। খাজুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মো. বেলাল উদ্দিন মন্ডল, মো. শফিকুল ইসলাম, মো. আকরাম হোসেন, মো. আরিফুল ইসলাম, বিএনপির মো. গোলাম মোস্তফা, মো. খাইরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও মো. আবুল কালাম আজাদ (সোহরাফ)। চান্দাশ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির আব্দুস সাত্তার, মো. সাইদুর রহমান, মো. মিজানুর রহমান, আওয়ামী লীগের মো. আমজাদ হোসেন, মো. আব্দুর রশিদ মন্ডল সাত্তার ও মো. রিপন মন্ডল। রাইগাঁ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির মো. মোফাকখারুল ইসলাম মুকুল, মো. শরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের মো. মঞ্জুর আলম মঞ্জু ও মো. আরিফুল ইসলাম। এনায়েতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মেহেদী হাসান মিঞা, মো. রফিকুল ইসলাম মুকুল, শাহাদৎ হোসেন, বিএনপির মো. শামসুজ্জামান বাবু ও মো. মোজাফফর হোসেন। সফাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির মো. শামসুল আলম বাচ্চু, মো. সেকেন্দার আলী, মো. আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের মো. মইনুল ইসলাম, শ্রী গোবিন্দ চন্দ্র, মো. আব্দুস সালাম ও জামায়াতের ইউসুফ আলী সোনার। উত্তরগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির শেখ শাহ আলম ফয়সাল, মো. আবিদ সরকার, মো. নাসির উদ্দিন মন্ডল, মো. আবু হাসান, মো. আজাদুল ইসলাম, আওয়ামী লীগের শ্রী রনজিৎ কুমার কুন্ডু। চেরাগপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির মো. এশরাক আলী মন্ডল, আওয়ামী লীগের শ্রী রামপ্রসাদ কুন্ডু, খাজা ওহায়েদ আলী ও মো. সাকলাইন আহমেদ তরফদার রকি। ভীমপুর ইউনিয়েনে বর্তমান চেয়ারম্যান বিএনপির শ্রী রামপ্রসাদ ভদ্র, মো. আমজাদ হোসেন মন্ডল, আওয়ামী লীগের মো. হাসান আলী মন্ডল ও মো. আবু রাজা। দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ এবং বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা দলের উচ্চ স্তরে ব্যাপক তদ্বির করে যাচ্ছেন বলে জানা গেছে। যে কোন মূল্যে নৌকা এবং ধানের শীষ প্রতীক পেতে চেয়ারম্যান প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগে ২৭ বিএনপিতে ২৯ মনোনয়ন প্রত্যাশী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ