Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো এক পাষন্ড

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে ফরিদ সিকদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছোট ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত সোয়া ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের কাজীপাড়া গ্রামের সৌদি প্রবাসী হাফিজ উদ্দিন খানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ সিকদার নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর গ্রামের মৃত জলিল সিকদারের ছেলে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নিহতের ছোটভাই মিরাজ সিকদার (৪৫), তাঁর দুই ছেলে রিয়াজ সিকদার (১৭), আমিন সিকদার (১১) ও ভাগ্নে আল-আমিন (১৫)। জমি নিয়ে বিরোধের জের ধরে কয়েক দিন আগে ফরিদ সিকদার তাঁর ছোট ভাই মিরাজ সিকদার ও বোনের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন। এরপর থেকে ফরিদ ভয়ে তাঁর খালাত ভাই সৌদি প্রবাসী হাফিজ উদ্দিন খানের গোপালগঞ্জের বাড়িতে আশ্রয় নেন। রোববার রাতে সেখানে ছোট ভাই মিরাজও আসেন। এ বাড়ির একটি কক্ষেই ফরিদ হত্যাকাÐের শিকার হন। আটক মিরাজ সিকদার হত্যাকাÐের কথা স্বীকার করে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে ফরিদ আমার ও বোনের দু’টি বসতঘর ও দু’টি গোয়ালঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর সে খালাত ভাইয়ের বাড়িতে আত্মগোপান করে। রোববার রাত ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে আমি তাকে কুপিয়ে হত্যা করি। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, রোবাবর রাত সোয়া ৮টার দিকে হঠাৎ করে গোপীনাথপুর কাজীপাড়ার খান মঞ্জিলে প্রবেশ করেন মিরাজসহ ৪ জন। পরে তাঁরা ফরিদ সিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাঁদের ঘেরাও করলে তারা ঘরের দরজা আটকে ভেতরে অবস্থান নেয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে গ্রামের অনেক মানুষ সেখানে উপস্থিত হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। ফরিদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ