Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদক মামলায় পুলিশ সদস্যের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার সাবেক পুলিশ সদস্য মোঃ জাহিদুল ইসলাম খান (৩২)-কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত জাহিদুল খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র সদর থানায় ড্রাইভার ছিলেন (তার কং নং-৬৬০৯)। তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী এলাকার মোঃ আলী আজগার খানের ছেলে। এ ঘটনার পর তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়াস্থ (এসিজিবি) মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ