Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে চাঁদা দাবি করায় ২ ছাত্রলীগ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে মদপান করে চাঁদা দাবি করায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে পুলিশে সোপর্দ করেছেন হোটেল মালিক ও তার কর্মচারীরা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই দুই নেতাকর্মী হলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রমজান আলী জনি ও কর্মী সাগর। মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টারসেফ বাংলা রেঁস্তোরার কর্মকর্তা শফিকুজ্জামান সুজন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে মদ্যপ অবস্থায় এসে জনি ও সাগর চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় জনি ও সাগর তার ব্যবসায়ী পার্টনার নিজাম হোসেন রানার মোটরসাইকেল এবং হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে স্থানীয় লোকজন ও হোটেল কর্মচারীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ