Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেঙ্গালুরুতেও আলোচনায় উইকেট!

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টেস্টে এক দিনের নির্ধারিত ওভার ৯০। পুনে টেস্টে ভারত দুই ইনিংস মিলিয়ে খেলেছে ৭৪ ওভার। মানে দুই ইনিংস মিলিয়েও বিরাট কোহলিরা ব্যাট করতে পারেননি একদিনও! অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টে মোট ৪৪৪ বল খেলতে পেরেছে ভারত। দেশের মাটিতে ২৫৮ টেস্টে এর চেয়ে কম বল আর কোনো টেস্টে খেলেনি ভারত। ২০০৪ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৬৫৯ বল খেলেছিল ভারত। সেই টেস্টেই ভয়াবহ টার্নিং উইকেটে ৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন মাইকেল ক্লার্ক। টেস্টটি শেষ পর্যন্ত জিতে নিয়েছিল ভারতই।
শুধু বল খেলার হিসেবে নয়, রানের হিসেবেও দেশের মাটিতে ভারতের এটি সবচেয়ে বাজে টেস্ট। প্রথম ইনিংসে ১০৫, দ্বিতীয় ইনিংসে ১০৭। দুই ইনিংস মিলিয়ে পুনেতে ভারত তুলেছে ২১২। দেশের মাটিতে আগের সবচেয়ে কম ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেই। সেই ১৯৫৬ সালে। কলকাতায় দুই ইনিংস মিলিয়ে ২৭২ করেছিল ভারত। রিচি বেনো নিয়েছিলেন ১১ উইকেট। দেশের মাটিতে পরাজয়ের ব্যবধানটি অবশ্য সবচেয়ে বাজে হয়নি অল্পের জন্য। এবার ৩৩৩ রানে হেরেছে ভারত। ২০০৪ সালে নাগপুরে হেরেছিল ৩৪২ রানে। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া!
সেই দুঃস্বপ্ন কাটিয়ে ওঠা হয়নি এখনও ভারতের। তার মাঝেই আজ থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। অথচ তার আগের দিনও উইকেট কেমন হবে, তা নিয়ে কাটছে না রহস্য! এ মাঠের দায়িত্ব যাদের, সেই কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) অবশ্য জানিয়েছে, স্পোর্টিং উইকেটই হবে। তবু ধোঁয়াশা কাটছে না। দুশ্চিন্তাটা মনে হচ্ছে ভারতেরই বেশি। পুনেতে ও রকম স্পিনবান্ধব উইকেট বানিয়ে এভাবে ম্যাচ হারা! এবার আর ঝুঁকি নিতে চায় না ভারত। অন্যদিকে ক্রিকেট-বোদ্ধাদের ভুল প্রমাণ করে সিরিজের প্রথম টেস্ট জিতে অস্ট্রেলিয়া দারুণ আত্মবিশ্বাসী। উইকেট নিয়ে তাই বেশি না ভেবে নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছে স্টিভেন স্মিথের দল।
স্পিনিং উইকেটেও ভারতকে হারানোর পর এমন আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার হতেই পারে। সহ-অধিনায়ক ভেডিভ ওয়ার্নারও পুরো কৃতিত্বটাই দিচ্ছেন তাঁর দলকে, ‘আমরা খুবই কঠিন উইকেটে, যেটা খুবই স্পিনবান্ধব ছিল, সেখানে ভালো ক্রিকেট খেলেছি। আপনি হয়তো এক রকম পরিকল্পনা করে মাঠে যাবেন, গিয়ে দেখবেন পরিস্থিতি অন্য রকম। সে জন্যই আপনার আগে থেকে একটা বিকল্প পরিকল্পনাও থাকতে হবে।’ বেঙ্গালুরুতেও তাই যেকোনো পরিস্থিতির জন্য তৈরি হয়েই মাঠে নামবেন ওয়ার্নাররা, ‘এখানেও আবার সে রকম হতে পারে। যদি দেখা যায় উইকেটে সিম ও বাউন্স আছে, প্রথম দিন থেকেই বল ঘুরছে, আমাদের আবার সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আবার ভারতকে হালকা করে দেখছেন না ওয়ার্নার, ‘আমরা জানি, ভারত কত শক্তিশালী দল, বিশেষ করে নিজেদের মাটিতে। ওরা কঠিনভাবেই ঘুরে দাঁড়াবে। ওরা বিশ্বের এক নম্বর টেস্ট দল। সুতরাং সেটাই প্রত্যাশিত।’
১৩ বছর পর ভারতের মাটিতে জয় পেয়ে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস এখন তুঙ্গস্পর্শী। টানা ১৯ টেস্ট জয়ের পর পুনেতে ৩৩৩ রানে হেরে অনেকটাই হতভম্ব ভারত। দুই ইনিংসে দৃষ্টিকটু আউট হয়ে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে সব পেছনে ফেলে কোহলি আর তাঁর দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। বেঙ্গালুরু টেস্টের আগে এই বলেই সবাইকে অভয় দিয়েছেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান।
বিশ্বের অন্যতম সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ নিয়েও পুনে টেস্টে দুই ইনিংসে ভারত অলআউট হয়েছে ১০৫ ও ১০৭ রানে। উড়তে থাকা কোহলিরা হঠাৎ করেই মাটিতে নেমে এসেছেন! সিরিজের বাকি তিন টেস্টেও নিশ্চয়ই ভারতের কঠিন পরীক্ষা নেবে অস্ট্রেলিয়া। তবে টেন্ডুলকারের বিশ্বাস কোহলিরা ঘুরে দাঁড়াবেন ঠিক সময়েই, ‘আমাদের জন্য কঠিন টেস্ট ছিল এটা। তবে এসব খেলারই অংশ...। ভারতীয় দলের স্পিরিট আমার জানা আছে। দেখবেন তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে। ভালো সময়, কঠিন সময় দুটিই আসে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুরে দাঁড়ানো আর লড়াই করা। খেলাধুলার মজাটাই এখানে।’
পুনেতে নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন কোহলিরা। স্পিনিং উইকেটের সুবিধা অশ্বিন-জাদেজার চেয়ে বেশি কাজে লাগিয়েছেন ও’কিফ-লায়নরা। পুনের শিক্ষা নিয়ে বেঙ্গালুরুতে ভারত একই উইকেট বানাবে কি না সেটা নিয়েই হচ্ছে আলোচনা। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক বলছেন ভারত যে উইকেটই বানাক, তাঁরা প্রস্তুত, ‘বেঙ্গালুরুতে যদি খুব একটা স্পিনসহায়ক উইকেট না হয় তাহলে আমাদের নিখুঁতভাবে রিভার্স সুইং করতে হবে। বেঙ্গালুরুতে সিরিজ ২-০ করার দারুণ সুযোগ আমাদের সামনে। মনে হচ্ছে বেঙ্গালুরুতে ভালো উইকেট পেতে পাব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইকেট

১৬ জানুয়ারি, ২০২২
১৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ