Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছড়া

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাজেদুল কিবরিয়া সাগর
অঙ্গীকার

ভাষার জন্য রক্ত দিল
জীবন দিল যারা,
তাদের বেদীতে জুতু পায়ে
হাটছে এখন কারা?

রক্ত দিল, জীবন দিল
রাজপথ হলো রাঙা,
সময় এখন অবমাননার
কঠিন শেকল ভাঙা।

ভাষা দিবসে শহীদ বেদীতে
দেব আমরা ফুল,
সন্ত্রাস আর জঙ্গীবাদ
করবোই নির্মূল।

বজলুর রশীদ
বসন্ত রূপ খুঁজি

আমের গাছে ধরছে মুকুল
মৌ-সুবাসে ভাসে,
রঙ গোধূলি যায় মেখে যায়
জাগছে ফাগুন মাসে।

মৌ-সুবাসে হাতছানি দেয়
ফাগুন বনে বনে,
দোয়েল-কোকিল গান গেয়ে যায়
দেখি আনমনে।

রঙ পলাশের মেঠোপথে
রাখালিয়া সুরে,
মন আকাশে সেই অপরূপ
খুঁজি বেড়াই ঘুরে।

রাখালিয়া বাঁশি শুনি
দূরের কোনো মাঠে,
বসন্তকে এমনি ভাবে
পড়ছি মনের পাঠে।

মিলন সরকার
চাঁদমামা

চাঁদমামাটা মামা কেন
হয়নি কেন কাকা
কেন গো তার এত দূরে
একা একা থাকা?
চাঁদমামাটা মামা না হয়ে যদি
অন্য কিছু হত
তবে কি মা চাঁদমামাটা
থাকতো দূরে অত?
চাঁদমামাটার মনে বুঝি
অনেক অভিমান
আর দেবো না তাকে আড়ি
এই ধরেছি কান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন