Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কায় ‘জয় বাংলা’

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, গল (শ্রীলঙ্কা) থেকে : আজ যখন সারা দেশে বেজে উঠবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন, রেসকোর্স থেকে স্বাধীনতার ডাক, তখন শ্রীলঙ্কার গল থেকে সেই ঐতিহাসিক ভাষণ, মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী বাঙালিদের সেøাগান ‘জয় বাংলা’ সারা বিশ্বকে আর একবার দিবে নাড়া! বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের কথা বিশ্বকে জানিয়ে দিতে বিসিবি ১৯৯৮ সালে আয়োজন করেছে কোকা-কোলা ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট, ১৯৯৬ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বাধীনতার রজতজয়ন্তী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ফেলে দিয়েছে সাড়া। তবে জাতিতে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে একটি সেøাগান এবং একজন মহানায়কের ভূমিকার কথা জানিয়ে দিতে বিদেশের মাটিতে টেস্ট সিরিজের নামকরণ জয়-বাংলা সিরিজ করে একটু বেশিই প্রশংসা পেতে পারে সিরিজটির স্বত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাড টাচ। সিরিজটি শুরু হবে ঐতিহাসিক ৭ মার্চের দিনে, এই টেস্ট সিরিজেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী (১৭ মার্চ) দেশব্যাপী হবে উদযাপিত, মহান স্বাধীনতার মাসে এই সিরিজেই বাংলাদেশ উদযাপন করবে শততম টেস্ট। এ মাসকে ক্রিকেট বিশ্বে নতুন করে  পরিচয় করিয়ে দিতে, জয়বাংলা সেøাগানের গুরুত্বটা জানিয়ে দিতে দারুণ একটি ভূমিকাই রেখেছে অ্যাড টাচ। সিরিজটি পাওয়ার্ড বাই হিরো হওয়ায় টাইটেল স্পন্সরের পেছনে ছোটেনি এই প্রতিষ্ঠান। যে মাইক থেকে বেজে উঠেছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, সেই মাইক্রোফোনটিই হয়েছে সিরিজের লোগো! চ্যাপেল-হ্যাডলি সিরিজ, কিংবা গাভাস্কার বোর্ডারের সিরিজের সঙ্গে ক্রিকেটবিশ্ব পরিচিত। কিন্তু একটি সেøাগানের নামে একটি আন্তর্জাতিক সিরিজ, ব্যতিক্রমী এমন আইডিয়ায় সাধুবাদ পেতেই পারে অ্যাড টাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ