Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ত্রাণ বৃদ্ধির প্রত্যাশা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকার হওয়ায় সিরিয়ায় জাতিসংঘের সহায়তা বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসতুরার উপদেষ্টা জ্যান এগল্যান্ড বলেন, গত দুই সপ্তাহে সিরিয়ার ছয়টি এলাকায় ১৮০টি ট্রাক ভর্তি খাদ্য সহায়তা পৌঁছেছে। সিরিয়া জুড়ে ১৭টি এলাকায় আটকে থাকা মানুষের কাছে তারা শুধু খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। জ্যান এগল্যান্ড বলেন, সিরিয়ার আলেপ্পো, হোমস ও পূর্ব ঘউটো শহরসহ সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, আশা করছি, আমরা ওই স্থানগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাতে সক্ষম হব। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ বৃদ্ধির প্রত্যাশা

২৮ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ