Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে লড়াই করছে দুই প্যানেল

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নাট্য প্রযোজকদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নির্বাচন (২০১৭-১৯) আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে একটি প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন অভিনেতা মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন অভিনেতা ইরেশ যাকের। অন্যদিকে প্রযোজক আরশাদ আদনান অন্য একটি প্যানেল নিয়ে নির্বাচন করলেও সাধারণ সম্পাদক হিসেবে কারো নাম ঘোষণা করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইরেশ জাকেরের সাধারণ সম্পাদক হওয়া নিশ্চিত। তবে আরশাদ আদনানের প্যানেল থেকে ৭ জন প্রার্থী এরইমধ্যে মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম চৌধুরী চঞ্চল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বোরহান খান, কার্যনির্বাহী সদস্য আরএইচ সোহেল, এফ জামান তাপস, মো. আশরাফুল আলম বাবলু, রফিকুল্লাহ সেলিম ও সৈয়দ আকরাম হোসেন। অন্যদিকে মামুনুর রশীদ-ইরেশ যাকের প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মীর ফরখরুদ্দিন, আর্কাইভ বিষয়ক সম্পাদক একে আজাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জহির আহমেদ এবং কার্যনির্বাহী পদে খন্দকার লতিফুর রহমান, বাবুল আহমেদ, মাহফুজ আহমেদ, সাদেক সিদ্দিকী ও স্বপন সিদ্দিকী। এবারের নির্বাচনে বেশকিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও মূল পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা গেছে। এরমধ্যে সভাপতি পদে মামুনুর রশীদের ও আরশাদ আদনানের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান, মাহবুবা শাহরীন তায়েব, মোহন খান, মো. আবদুর রউফ ও সৈয়দ গাউসুল আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন দোদুল, শাহরিয়ার শাকিল, সৈয়দ ইরফান উল্লাহ। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিরোজ শাহী ও মুনতাসির মামুন সাজু, অর্থ সম্পাদক পদে অনক আলী হোসেন শাহিদী ও কাজী রিয়াজ হোসেন নয়ন এবং প্রচার-প্রকাশনা সম্পাদক পদে দীন মোহাম্মদ মন্টু ও মো. জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, ৬ মার্চ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা মনোয়ন দাখিল করেন। একইদিন সন্ধ্যায় মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা দেয়া হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ। এবারের নির্বাচনে মোট ২১৪ জন প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ হাসান ইমাম এবং কমিশনার হিসেবে রয়েছেন মান্নান হীরা ও এসএম মহসীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিভিশন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ