নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে নিজ পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুড়ের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। নাটোরের লালপুর উপজেলার নারায়নপুর গ্রামে ২০০৭ সালের ২১ মে নিজ পুত্রবধূ সীমা খাতুনকে তার শ্বশুড় জামাল হোসেন ধর্ষণ করে। সীমা খাতুন মৃত আকবর আলী ছেলে জামাল হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণের মামলা করলে পুলিশ তাকে আটক করে। দীর্ঘ প্রায় ১০ বছরে মামলার তদন্ত, শুনানি ও সাক্ষী প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় নাটোরের নারী ও শিশু নির্যাতন আইন আদালতের বিচারক মো: রেজাউল করিম বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায়ে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে আসামী জামাল হোসেন উপস্থিত ছিলেন।