Inqilab Logo

ঢাকা, রোববার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫ ফাল্গুন ১৪২৫, ১১ জামাদিউস সানি ১৪৪০ হিজরী।

ওবামার নতুন ফ্যাশন

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সবাই স্যুট-টাই কিংবা কালো প্যান্ট আর সাদা শার্ট পরিহিত অবস্থায় দেখতে অভ্যস্ত। আট বছরের মেয়াদ শেষে ২০ জানুয়ারি অবসরে গেছেন ওবামা। এরপরই ওবামার পোশাক-আষাকে বেশ পরিবর্তন এসেছে। গত রোববার ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারি অব আর্টে গিয়েছিলেন ওবামা। সেখান থেকে বের হওয়ার পরই ক্যামেরাবন্দী হলেন নতুন স্টাইলের ওবামা। প্রাক্তন এই প্রেসিডেন্টের পরনে তখন ছিল নীল জিন্স, ধূসর রঙের শার্ট, বাদামী রঙের চামড়ার জ্যাকেট আর চোখে সানগøাস পরিহিত অবস্থায়। ওবামার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। সেলিব্রিটি স্টাইলিস্ট ও পুরুষদের ফ্যাশন নিয়ে কাজ করেন লুকাস আরমিটাগ। তিনি ফিমেইল ম্যাগাজিনকে বলেছেন, ওবামা তার এই ক্যাজুয়াল পোশাকের মাধ্যমে পুরুষদের স্টাইলের নতুন আইকন হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন। ওয়েবসাইট। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামা

২০ জানুয়ারি, ২০১৯
১৬ ডিসেম্বর, ২০১৮
১৮ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ