Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভিবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করায় ট্রাম্পের নিন্দা মেক্সিকোর

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন নিষেধাজ্ঞার পর মেক্সিকো সীমান্ত পারাপারে মুসলিম অভিবাসীদের পরিবার বিচ্ছিন্ন হওয়ায় ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছে মেক্সিকোর শীর্ষ ক‚টনীতিবিদ লুইজ ভিডেগেরেই। হোয়াইট হাউসের এক সম্মেলনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর লুইজ জানান, ট্রাম্পের নির্দেশনার কারণে মার্কিন সীমান্ত পারাপারে অনেক শরণার্থী পরিবারকেই আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এসব পরিবারকে ও বিচ্ছিন্ন শিশুদের মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পরিবারের সদস্যদের মিলিয়ে দিতে অনুরোধ করেন লুইজ। মার্কিন সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলি বলেছেন, এই পরিবর্তন প্রবণতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির ফলাফল। এছাড়াও ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং দেশত্যাগে নতুন একটি দিক নির্দেশনা দিয়েছেন। এই পদক্ষেপকে মেক্সিকো ‘শত্রæভাবাপন্ন’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বসবাস করে থাকেন। তাদের বেশিরভাগই মেক্সিকো থেকে এসেছেন। গত বুধবার কেলি জানিয়েছেন, বহু সংখ্যক ‘অনুমোদনহীন লোকজন’ যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্ত পারাপার করে থাকেন। এ বছর গত দুই মাসে এ অতিক্রান্ত মানুষের সংখ্যা ৩১ হাজার ৫শ’ ৭৮ জন থেকে কমে ১৮ হাজার ৭ শ’ ৬২ জনে এসে দাঁড়িয়েছে। কেন না এ সময়ে অবৈধ অভিবাসী আটকের সংখ্যা বাড়ায় এমনটি ঘটেছে। গত মাসে ট্রাম্প অবৈধ অভিবাসীদের মেক্সিকো পাঠিয়ে দেওয়ার ঘোষণা দেন। দ্য হিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ