Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইরানের সঙ্গে শত্রুতা বাদ দিতে নেতানিয়াহুর প্রতি পুতিনের আহ্বান

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর লৌকিক উপাখ্যানের ভিত্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে শত্রুতার নীতি বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি নেতানিয়াহুকে বলেছেন, শত্রুতার নীতি বাদ দিয়ে বরং আধুনিক বিশ্বের বাস্তবতা মেনে নিন। গত বৃহস্পতিবার মস্কোয় নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে পুতিন এ আহ্বান জানান। বৈঠকে নেতানিয়াহু বলেছেন, ২,৫০০ বছর আগে পারস্য বাহিনী ইহুদি জনগণকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল। কথিত ওই ঘটনার স্মরণে ইসরাইল পুরিম নামের একটি অবকাশ উদযাপন করে। বৈঠকে নেতানিয়াহু বলেন, আজকে ইরানের ক্ষমতায় রয়েছে পারস্য সা¤্রাজ্যের উত্তরাধিকারীরা এবং তারা ইসরাইলকে ধ্বংস করতে চায়। ইরান যতটা সম্ভব এ কথা পরিষ্কার করে বলছে এবং এ লক্ষ্যেই তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। নেতানিয়াহুর এ বক্তব্যকে পুতিন লৌকিক কাহিনী বলে মন্তব্য করেন যা কেবল খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের দিকে নিয়ে যাবে। পুতিন আরো বলেন, আমরা এখন আধুনিক বিশ্বে বাস করি এবং এ নিয়েই কথা বলা ভালো। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ