Inqilab Logo

রোববার, ১৪ আগস্ট ২০২২, ৩০ শ্রাবণ ১৪২৯, ১৫ মুহাররম ১৪৪৪
শিরোনাম

শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ সর্বোৎকৃষ্ট বিনিয়োগ-চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ সর্বোৎকৃষ্ট বিনিয়োগ। অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে হলে শিক্ষা খাতে বিনিয়োগের বিকল্প নেই। গতকাল (শনিবার) নগরীর কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিটি করপোরেশন ভোলানাথ মনোরমা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। মেয়র বলেন, শিক্ষার উৎপাদন সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী। জাতীয় জীবনে এর প্রভাব ও সুফল অবশ্যম্ভাবী। একটি জাতিকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে আরোহণ করতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষার। জাতি গঠনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে শিক্ষা। একটি জাতিকে উন্নত করার পেছনে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকমান হাকিম মো. ইব্রাহিম ও সিটি করপোরেশন ভোলানাথ মনোরমা উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আঞ্জুমান আরা বেগম, সিটি করপোরেশন ভোলানাথ মনোরমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা

৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ