Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাবনায় ডাকাতদের ছুরিকাঘাতে দুইজন আহত

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় এক সাংবাদিকের বাড়িতে দুর্ধষ চুরির রেশ না কাটতেই সদর উপজেলার মালিগাছা গ্রামে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছুরিকাঘাতে দুইজন আহত হয়। গত শুক্রবার গভীর রাতে ৭/৮ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সদর উপজেলার মালিগাছা গ্রামের নুর বক্স ব্যাপারীর পুত্র রবিউল ইসলামের টেবুনিয়াস্থ বাড়িতে ঢুকে বাড়ির লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা করে। বাঁধা দিতে গেলে ডাকাতরা রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় রবিউলের কন্যা রাইসা পিতাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা পালানোর সময় স্থানীয় লোকজন মতিউর রহমান মন্টু (৩৫) নামের এক ডাকাতকে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় ডাকাত মন্টুকে আটক করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ডাকাতদের হাতে আহত বাড়ির মালিক রবিউল ও তার মেয়ে রাইসাকে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনায় ডাকাতদের ছুরিকাঘাতে দুইজন আহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ