Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রকে নির্দয় আক্রমণের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া বলেছে, সার্বভৌমত্ব অথবা মর্যাদা লঙ্ঘন হলে যুক্তরাষ্ট্রে নির্দয় আক্রমণ চালানো হবে। দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সামরিক মহড়ায় নেভি সিল কমান্ডোদের পাশাপাশি রণতরী ইউএসএস কার্ল ভিনসন-এর উপস্থিতিতে এক প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া এ হুঁশিয়ারি দিয়েছে। তাছাড়া পূর্ব এশিয়ায় ক‚টনৈতিক উত্তেজনার পারদ আরো কিছুটা উপরে উঠেছে জাপানের আক্রমণাত্মক হেলিকপ্টারবাহী রণতরী ইজুমোর উপস্থিতিতে। দক্ষিণ চীন সাগরে এ রণতরীর উপস্থিতি সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, তারা যদি সামরিক মহড়ার বাইরে অন্য উদ্দেশ্যে আসে, তাহলে ভিন্ন কথা। পৃথক আরেকটি মহড়ায় যোগ দিতে দক্ষিণ চীন সাগরে যাচ্ছে জাপানের বৃহত্তম রণতরী ইজুমো। এক প্রতিক্রিয়ায় চীন বলেছে, জাপানের পরিকল্পনা সম্পর্কে তারা বিস্তারিত জানতে চায়। এসব কারণে পূর্ব এশিয়ায় উত্তেজনা বেড়ে চলেছে। খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির জের ধরে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অ্যাল্টিটিউট এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ চলছে। এব্যাপারে চীন আগে থেকেই থাড মোতায়েনে তীব্র আপত্তি জানিয়েছে। বেইজিংয়ের কর্মকর্তারা বলছেন, থাড ব্যবস্থার শক্তিশালী রাডার চীনা সামরিক বাহিনীর ওপর নজরদারিতে ব্যবহৃত হবে। দক্ষিণ চীন সাগরে ভূখÐগত দাবিকে ঘিরে চীনের সঙ্গে ওই অঞ্চলের কয়েকটি দেশের বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র সেখানে সামরিক টহল জোরদার করে বলেছে, আন্তর্জাতিক সমুদ্রসীমায় শান্তিপূর্ণ নৌ চলাচলের অধিকার চীন খর্ব করতে পারবে না। যুক্তরাষ্ট্রের এসব তৎপরতাকে চীন সন্দেহের চোখে দেখছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতারোহণের পর বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের ক‚টনৈতিক বাকযুদ্ধ আরো প্রবল হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া নিয়মিত সামরিক মহড়া গত সপ্তাহে শুরু হয়েছে। উত্তর কোরিয়া এ মহড়াকে যুদ্ধপ্রস্তুতি হিসেবে দেখছে এবং গত সপ্তাহে জাপান ও দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমার কাছে চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উত্তর কোরিয়া-বিষয়ক কৌশল পুনর্বিবেচনা করছে এবং সব বিকল্পই খোলা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় আক্রমণাত্মক গ্রে ইগল ড্রোন মোতায়েন শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় যোগ দিচ্ছে। মার্কিন নৌবাহিনীর সিল কমান্ডোরাও এ মহড়ায় অংশ নিচ্ছেন। উত্তর কোরিয়া এব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা যদি গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সার্বভৌমত্ব ও মর্যাদায় সামান্যও আঘাত হানে, সেনাবাহিনী তাহলে জল-স্থল-অন্তরীক্ষ থেকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্দয় আঘাত হানবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ