Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলভান টেকনোলজিস ও আরামিট-এর মধ্যে চুক্তি

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আরামিট ঢেউশীট ও সিলভান টেকনোলজিস এর স্টীল বিল্ডিং এবং সরঞ্জাম ব্যবহারের লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রæপের প্রতিষ্ঠান সিলভান টেকনোলজিস লিমিটেড ও আরামিট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গত রোববার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে সিলভান টেকনোলজিস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান খান ও আরামিট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মনজুর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মোস্তাফিজুর রহমান জানান, চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির ঢেউশীট দেশ ও বিদেশে বাজারজাত করতে পারবে সিলভান টেকনোলজিস। অন্যদিকে, সিলভান টেকনোলজিসের স্টীল বিল্ডিং ও এর সরঞ্জাম ব্যবহার করবে আরামিট লিমিটডে। যৌথ এ পথচলায় ক্রেতাদেরকে এখন উন্নতমানের পণ্য ও সেবা দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিলভান টেকনোলজিস এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মামুন অর রশীদ ও শাহাদাত হাসান, বিপণন বিভাগের প্রধান প্রণব কুমার, আরামিট লিমিটেডের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও ডেপুটি ম্যানেজার (বিক্রয় ও বিপণন) রিপন কুমার রায়সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিমেন্টের তৈরি ঢেউশীট উৎপাদনে দেশজুড়ে সমধিক পরিচিত একটি প্রতিষ্ঠান হলো আরামিট লিমিটেড। অন্যদিকে সিলভান টেকনোলজিস লিমিটেড বিশ্বমানের ট্রান্সফরমার ও প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং বাজারজাত করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ