Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএইচবিএফসি’র ১০০ দিনের বিশেষ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গতকাল বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠানটির ঋণ মঞ্জুরী ও বিতরণ, খেলাপী ঋণ আদায়, এবং বিচারাধীন মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনে ২১ জানুয়ারি ২০১৭ হতে ৩০ এপ্রিল ২০১৭ পর্যন্ত ১০০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এর অগ্রগতি মূল্যায়ণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী। এ সময় কর্পোরেশনের মহাব্যবস্থাপক ড. দৌলতুন্নাহার খানম, মো. আমিন উদ্দিন ও মো. জাহিদুল হকসহ বিভিন্ন বিভাগ ও উপ-বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত সভায় ঢাকার বাহিরে অবস্থিত কর্পোরেশনের ৭টি জোনাল ও ১৫টি রিজিওনাল অফিসের অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্পোরেশনের ঋণ মঞ্জুরী ও বিতরণ, খেলাপী ঋণ আদায়, খরিদা বাড়ির দখলগ্রহণ ও বিক্রয় এবং বিচারাধীন মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট জোনাল ও রিজিওনাল ম্যানেজারদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া সততা ও নিষ্ঠার সাথে ঋণ গ্রহিতাদের দ্রæত সেবা প্রদানেরও তাগিদ দেন। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ