Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অধ্যাপক (ডাঃ) লায়লা পারভীন বানু গণবিশ্ববিদ্যালয়ের ভিসি

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গণবিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিস্ ভিসি পদে চলতি দায়িত্বে অধ্যাপক (ডাঃ) লায়লা পারভীন বানুকে নিয়োগ দিয়েছেন। অধ্যাপক (ডাঃ) লায়লা পারভীন বানুর পুলিশ ইন্সপেক্টর পিতাকে ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী হত্যা করে অফিসের সিঁড়িতে ফেলে রাখে। তৎকালীন রাজশাহী মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী লায়লা পারভীন বানু সরাসরি মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে গোবরা ক্যাম্পে যোগ দিয়ে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর নেতৃত্বে সহকারী হিসেবে কাজ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনাটমীতে এম.ফিল ডিগ্রী লাভ করেন। দীর্ঘদিন ধরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এনাটমী বিভাগ ও গণবিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপী বিভাগে অধ্যাপনা করছেন। তিনি ২০০৯ সন থেকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়াদিল্লীতে অস্থায়ী উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ইংল্যান্ডের ব্রিষ্টল হেল্থ টিচিং হাসপাতালে গবেষণায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র নর্থ কেরেলিনায় ভিজিটিং স্কলার হিসেবেও অধ্যাপনা করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ইগউঈ নির্বাচিত কাউন্সিলর ও জার্নাল কমিটির সদস্য। অধ্যাপক লায়লা পারভীন বানুর গবেষণাপত্র বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধ্যাপক

২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ