Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রবি বাংলাবিটস-এ ভুবন মাঝির গান

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের টেলিকম পার্টনার হিসেবে মোবাইল ফোন অপারেটর রবি ‘বাংলা বিট’ মিউজিক অ্যাপে গান মুক্তি দিয়েছে। https://robibanglabeats.com সাইটটিতে ক্লিক করে অ্যাপটি ডাউনলোডের পর গানগুলো উপভোগ কতে পারবেন রবি’র অ্যানড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা। রবি’র গ্রাহকরা ৮৪৬৬৩০ কোডটিতে ডায়াল করে (রবি গুনগুন সেবার মাধ্যমে) চলচ্চিত্রটির যে কোন গান তাদের রিং ব্যাক টোন করতে পারবেন। এছাড়া ভুবন মাঝি’র ট্রেইলার ও ভিডিও গানগুলোও রবি স্ক্রিন ভিডিও অ্যাপে পাবেন গ্রাহকরা। http://robiscreen.com সাইটটিতে ক্লিক করে গ্রাহকরা অ্যপটি ডাউনলোড করতে পারবেন। গানগুলো কালিকা প্রসাদ ভট্টাচার্যের গাওয়া যিনি সম্প্রতি কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মূল ভূমিকায় অভিনয়কারী পরমব্রতের কণ্ঠে গাওয়া ‘পদ্মা নদীর নৌকা ভিড়লো হুগলি নদীর তীরে’ গানটিসহ ৫টি শ্রুতিমধুর গান রয়েছে চলচ্চিত্রটিতে। অন্য গানগুলো হচ্ছে ‘বোতোলে পুরেছি কান্না’, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, ‘ধন্য ধন্য’ ও ‘আমি তোমারই নাম গাই’। ফখরুল আরেফীনের পরিচালনায় ভুবন মাঝি চলচ্চিত্রটি ভালবাসার গল্প নিয়ে নির্মিত। এর পটভূমি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ হলেও গল্পের ব্যাপ্তি শুধু ওই পরিমন্ডলে সীমাবদ্ধ নয়। চলচ্চিত্রটিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হওয়ার জন্য একজন ব্যক্তির ক্রমপরিবর্তনের পটটি চিত্রায়িত হয়েছে। এতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি, অপর্না ঘোষ, মাজনুন মিজান, মামুনুর রশীদসহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ