Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লেজার-নিয়ন্ত্রিত রকেট পরীক্ষা উ. কোরিয়ার

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লেজার-নিয়ন্ত্রিত রকেট দিয়ে শত্রুর ট্যাঙ্ককে সিদ্ধ কুমড়োয় পরিণত করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি এমন একটি রকেট তৈরি করেছে যা লেজার-নিয়ন্ত্রিত। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ গত শনিবার এ খবর দিয়ে জানিয়েছে, তাদের নেতা কিম জং-উন নিজে এই রকেট পরীক্ষা সচক্ষে দেখেন এবং প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। খবরে বলা হয়, লেজার-নিয়ন্ত্রিত এ রকেট যে কোনে ট্যাঙ্ককে সম্পূর্ণভাবে ঝলসে দিতে পারে, যা দেখতে অনেকটা সিদ্ধ কুমড়োর মতো মনে হতে পারে। তবে এর বৈশিষ্ট্য হলো রকেটটি একই ধরনের অন্যান্য রকেটের তুলনায় সবচেয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ছাড়া, এটি ¯œাইপার রাইফেলের মতো নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারবে। ভ্রাম্যমাণ লাঞ্চারের সাহায্যে রকেটটি নিক্ষেপ করা যায় বলেও খবরে উল্লেখ করা হয়েছে। কেসিএনএ জানিয়েছে, শত্রুর বিশেষ সাঁজোয়া যান ও সর্বাধুনিক ট্যাঙ্কও এই ট্যাঙ্কবিধ্বংসী গাইডেড অস্ত্রের হামলায় সেদ্ধ কুমড়োয় পরিণত হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেজার-নিয়ন্ত্রিত রকেট পরীক্ষা উ. কোরিয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ