Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিপিএইচ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ষষ্ঠ জিপিএইচ গলফ টুর্নামেন্ট ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়। গত শুক্রবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো : জাহাঙ্গীর কবির তালুকদার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিপিএইচ ব্যবসা বিনিয়োগের পাশাপাশি ক্রীড়া ও সিএসআর ক্ষেত্রেও প্রশংসনীয় ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, গ্যাস, বিদ্যুৎ, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী আমদানি বিকল্প মহা প্রকল্পের কাজ শুরু করেছে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব:) মো: তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে ক্লাবের সদস্য জিপিএইচ-এর ইডি (প্লান্ট) মাদানি এম ইমতিয়াজ হোসাইনসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৩৩ জন দেশি-বিদেশি গলফার অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ