Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছড়া

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৫৮ পিএম, ১৯ মার্চ, ২০১৭


আহাদ আলী মোল্লা
টুঙ্গিপাড়ার খোকা

টুঙ্গিপাড়ার খোকা
খুব জ্ঞানী একরোখা
পাক মুলুকের সব নেতাকে
বানিয়ে দিলেন বোকা।

ভাষণ দিলেন জোরে
দরাজ গলা ভরে
স্বাধীনতার ডাক চলে যায়
সব বাঙালির দোরে।

আমরা তাকে চিনি
জাতির জনক তিনি
তার ডাকে হই লাখো শহীদ
রক্তে এ দেশ কিনি।

ইদ্রিস সরকার
আমরা অমর

জন্মেছি এই বাংলাদেশে
ভাবতে লাগে ভালো
ক্ষেত-খামারে সোনা ফলে
মুক্ত স্বাধীন আলো।
একাত্তরে অস্ত্র হাতে
কণ্ঠে জয়ের গান
দেশকে স্বাধীন করতে গিয়ে
শহীদ হাজার প্রাণ।
স্বাধীনতার এই ইতিহাস
হয় কখনো শেষ?
অনেক প্রাণের বিনিময়ে
আমার বাংলাদেশ।
বুকে ধরে দেশের মাটি
গড়বো সুখের নীড়
জানবে সবাই এ পৃথিবীর
আমরা অমর বীর।

মোহাম্মদ আব্দুল আজিজ
স্বাধীনতা

পাক শাসক বাংলাদেশ আগে করত শাসন,
শাসনের নামে করত বাংলাদেশ শোষণ।
বাঙালির মনের রাগ রইল না তাই চেপে,
মনের রাগে বাঙালি উঠল খুবই ক্ষেপে।
আন্দোলন শুরু করল সারা বাংলাদেশে,
স্বাধীনতার পূর্বাভাস আসতে লাগল ভেসে।
বাঙালি ভীতু নয়, এরা বীরের জাতি,
পাক-সেনাদের সাথে যুদ্ধ করল দিবা-রাতি।
জীবন দিল অকাতরে, নোয়াইনি মাথা,
ত্রিশ লক্ষ প্রাণের মূল্যে এলো স্বাধীনতা।

কামরুল আলম কিরণ
ঢাকাই থাকি

মোঘলদের রাজধানী
ঢাকা নিয়ে শংকা,
বাড়ছে এখানে শুধু
আদমের সংখ্যা।
হাইরাজড বিল্ডিং
ভাঙাচুরা রাস্তা
ভাঙছে যে বিশ্বাস
ভালবাসা আস্থা।
মশকের গান দিয়ে
শুরু হয় সন্ধ্যা
শেয়ারে লাল বাতি
একেবারে মন্দা।
তিতাসের গ্যাস নাই
বন্ধ যে রান্না
পানি নেই ওয়াসার
তাই নিয়ে কান্না।
মিরপুর মতিঝিল
লাগে দুই ঘণ্টা,
যানজটে আটকে
বিষাচ্ছে মনটা।
কোচিং-এর ছড়াছড়ি
নাই কোনো শিক্ষা
জ্ঞান পাপী টিচারে
দেয় জ্ঞান ভিক্ষা।

আয়েশা সিদ্দিকা
বাবা তোমায় খুঁজি

বুক ভরা ¯েœহ নিয়ে ছিল বাবা ঐ
সেই বাবা আমার গেল কেই।
সবই আছে আগের মতো নেই বাবা তুমি
পাগল পারা হয়ে তোমায় খুঁজি আমি।
মা বাবা ৩টি প্রিয় ভাই ছিল
ওদের রক্ত দিয়ে অপরাধের কালো হাতে নাম লিখেছিল।
সেই কবে দেখেছিলাম সেই সোনা মুখ
১৫ই আগস্ট এলে ভেঙে যায় বুক।
রাক্ষসেরা গ্রাস করেছিল কালো থাবায়
ছিনিয়ে নিয়েছে ওরা আমার বাবায়।
রক্ত পিসাচেরা সেই দিন বোঝেনি তো কেউ
হৃদয়ের নদীতে আমার আছে ব্যথার ঢেউ।
শ্রাবণের বৃষ্টি ঝরে রাশি রাশি
তারই মাঝে বাবা আমি তোমায় খুঁজি।
সেই কালোরাত এলে শুধু রক্ত মুছি
মনে হয় বাবা আমায় ডাকছে বুঝি।
এই দিন এলে আমার হৃদয় মাঝে
শত শত স্মৃতির সুর বাজে।
হাজার জনতার ভিড়ে বাবা তোমায় খুঁজি
মনে হয় বাবা আমায় ডাকছে বুঝি।
সাগরের উত্তাল ঢেউ এর মাঝে
বাবা তোমায় খুঁজি
মনে হয় বাবা আমায় ডাকছে বুঝি।

জাবির মাহমুদ
বসন্ত আসে

কচি পাতা ঝুলে আছে
গাছের ডাল
সমীরণে দোল খায়
নায়ের পাল।
আকাশের গায়ে মাখা
রংটা নীল
পাখিহীনা বিলপাড়
শান্ত ঝিল।
ঘুঘুডাকা ঝিম ধরা
মাঝ দুপুর
বসন্ত নেচে ওঠে
পায় নূপুর।
ঝিকিমিকি করে পাতা
রোদ ছটায়
রাতভর জ্যোৎ¯œারা
আলো ফোটায়।
বসন্তে ফুল ফোটে
শিমুল ডাল
কৃষ্ণচূড়ার মাথা
রক্ত লাল।
কোকিলের গান কুহু
উদাস প্রাণ
হাসনাহেনার কড়া
মিষ্টি ঘ্রাণ।
পত্রপুষ্পে ভরা
গাছের শাখ
মনটা হারিয়ে যায়
পথের বাঁক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন