Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবারো সিনেমায় একসঙ্গে মৌসুমী ও মিম

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:৫১ এএম, ২১ মার্চ, ২০১৭

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী ও মিম মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘তারকাঁটা’ চলচ্চিত্রে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন। আবারো তারা একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করছেন। মনতাজুর রহমান আকবরের পরিচালনাধীন দুলাভাই জিন্দাবাদ সিনেমায় তারা অভিনয় করছেন। মৌসুমীর সঙ্গে আবার অভিনয় করতে পেরে বেশ উচ্ছ¡সিত বিদ্যা সিনহা মিম। মিম বলেন, ‘মৌসুমী আপুর মতো এমন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করতে পারা অবশ্যই সৌভাগ্যের এবং অনেক আনন্দের। মৌসুমী আপু একজন অভিভাবকেরই মতো। ভালো মন্দের পরামর্শ দেন একজন অভিভাবক হয়েই। সবচেয়ে বড় কথা তিনি এত বড় মাপের একজন শিল্পী হয়েও আমার সঙ্গে খুব সাধারণভাবেই মিশেন। এটা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। তার আন্তরকিতায় আমি মুগ্ধ। মৌসুমী বলেন, ‘মিম বেশ ভালো অভিনয় করে। সবমিলিয়েই চলচ্চিত্রে এখন সে অনেক ভালো করছে। তার জন্য সবসময়ই আমার শুভ কামনা। এই চলচ্চিত্রে সে আমার ছোট বোনের চরিত্রে অভিনয় করছে। শুটিং-এর সময় তাই তাকে আমার ছোট বোনই মনে হয়। আকবর অনেক যতœ নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন। আশা করি অনেক ভালো একটি চলচ্চিত্র হবে।’ মৌসুমী এবং মিম দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মৌসুমী প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অন্যদিকে প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো

৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ