Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রুশপন্থীরা ৭৫০০০০ ডলার দিয়েছিল ট্রাম্প শিবিরের সাবেক চেয়ারম্যানকে!

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টকে ইউক্রেনের রুশপন্থীরা সাড়ে সাত লাখ ডলার দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের এক প্রভাবশালী পার্লামেন্ট সদস্য অভিযোগ করেছেন, ম্যানাফোর্ট ওই অর্থপ্রাপ্তির বিষয়টি লুকিয়েছেন। ইউক্রেনের পার্লামেন্ট সদস্য সেরহি লেশচেঙ্কোর দাবি, ২০০৯ সালে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাজনৈতিক দল পার্টি অব রিজিয়ন ম্যানাফোর্টকে সাড়ে সাত লাখ ডলার দিয়েছিল। ওই সময়ে ম্যানাফোর্ট ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার ম্যানাফোর্টের স্বাক্ষর করা সাড়ে সাত লাখ ডলারের একটি চালানপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন লেশচেঙ্কো। যেখানে ডেভিস ম্যানাফোর্ট নামক একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। ওই অর্থ বেলিজে রেজিস্ট্রেশন করা একটি অফশোর কোম্পানির কাছ থেকে কিরগিজস্তানের একটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল।
লেশচেঙ্কোর দাবি, ইয়ানুকোভিচের উপদেষ্টা হিসেবে কাজের বিনিময়ে তাকে রুশপন্থীরা ওই কোম্পানির আড়ালে ওই অর্থ প্রদান করেছে। উল্লেখ্য, ২০১৪ সালে আন্দোলনের মুখে ইয়ানুকোভিচ পদত্যাগে বাধ্য হন। তবে ম্যানাফোর্টের মুখপাত্র জ্যাসন ম্যালোনি এসব দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ইউক্রেনের রুশপন্থী নেতা ইয়ানুকোভিচের সঙ্গে সংযোগের অভিযোগে ২০১৬ সালের আগস্টে ট্রাম্পের প্রচারণা শিবিরের চেয়ারম্যানের পদ থেকে পল ম্যানাফোর্টকে পদত্যাগে বাধ্য করা হয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের যে কয়েকজন সহযোগীর বিষয়ে ‘রুশ সংযোগের’ অভিযোগে তদন্ত চলছে ম্যানাফোর্ট তাদেরই একজন। সোমবার মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্তের কথা নিশ্চিত করেছেন। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ