Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথমদিনে ভোট পড়েছে প্রায় দুই হাজার

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ সেশনের নির্বাচনে প্রথমদিনে প্রায় দুই হাজার ভোট পড়েছে। গতকাল (বুধবার) সকাল ১০টা থেকে আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একঘণ্টা বিরতি দিয়ে বেলা ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার একইভাবে ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। প্রথমদিনের ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, প্রথমদিনে মোট ১৯৫০টি ভোট পড়েছে। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্ব›িদ্বতা হচ্ছে। সরকার সমর্থিত প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। আর সম্পাদক হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদু। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে সভাপতি হিসেবে লড়ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বারের সাবেক সভাপতি মো. জয়নুল আবেদীন। সম্পাদক হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। এই নির্বাচনে নতুন কিছু নিয়ম সংযোজন হয়েছে। যেখানে একাধিক পদ রয়েছে সেখানে যতগুলো পদ সবগুলোতে ভোট দিতে হবে। কেউ কোটা পূরণ না করলে সংশ্লিষ্ট পদে তার ভোট বাতিল বলে গণ্য হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৮০ জন।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ