Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরবনের কোলে গণমানুষের অনুষ্ঠান ইত্যাদি : প্রচার ৩১ মার্চ

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে সাতক্ষীরা এলাকায় সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে। পেছনে সুন্দরবন, আর মাঝখানে নদীর উপর গোলপাতায় সজ্জিত মঞ্চ। সামনে নানান আকৃতির শত শত নৌকা। জোয়ার-ভাটায় কখনও ভাসমান, কখনো পানি নেমে যাওয়ায় চরে আটকে যাওয়া নৌকায় হাজার হাজার দর্শক নিয়ে এবারের এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছে গত ১৪ মার্চ। নৌকা ছাড়াও হাজার হাজার মানুষ আশপাশের রাস্তায়, গাছে, লঞ্চ, ট্রলারের উপর বসে, কেউবা নদী তীরে হাঁটু পানিতে দাঁড়িয়ে, কেউবা কাঁদায় দাঁড়িয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন ইত্যাদি। নদীর উপর ভাসমান মঞ্চ আর ভাসমান নৌকায় দর্শক গ্যালারি তৈরি করে এমন বিশাল, জটিল এবং ব্যয়বহুল আয়োজন একমাত্র ইত্যাদির পক্ষেই সম্ভব। আমন্ত্রিত দর্শকরা অবাক বিস্ময়ে দেখেছেন একটি অনুষ্ঠান তৈরি করতে কতটা শ্রম দিতে হয়। শেকড় সন্ধানী ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষ খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকান্ড যেমন তুলে ধরা হয়, তেমনি দেশের পর্যটন শিল্পের জন্য সম্ভাবনাময় ও আকর্ষণীয় স্থানগুলোকে তুলে ধরা হয়। এছাড়াও থাকে দেশি-বিদেশি অচেনা-অজানা স্থানকে নিয়ে তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন। এবারের পর্বে সাতক্ষীরা ও সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে রয়েছে তিনটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ইজি বাইকের ভয়াবহ স্কার্ফ দুর্ঘটনা নিয়ে রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। যে ইজি বাইকের কারণে অনেক নারীর স্বাভাবিক জীবন হয়ে যাচ্ছে অস্বাভাবিক। মুক্তাগাছা উপজেলার নিভৃত পল্লীতে তিন বিদেশি নাগরিকের প্রতিষ্ঠিত একটি কৃষি খামারের উপর রয়েছে একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন। যারা এই খামারে উৎপাদিত ফসল এবং গবাদিপশুর মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে গ্রামে অনেক সেবামূলক কর্মকান্ড পরিচালনা করছে। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনার আকর্ষণীয় স্থান মিউজিয়াম অব ইলুউশন এর উপর। ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। ইত্যাদিতে সবসময় বিষয়ভিত্তিক, জীবন ভিত্তিক, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গানকে প্রাধান্য দেয়া হয়। স্বাধীনতার এই মহান মাসে দেশকে নিয়ে একটি দেশাত্ববোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রুপু। লোক সংস্কৃতির এক বিস্ময়কর ধারা সাতক্ষীরার পটগান। যে গানে উঠে আসে সমাজ-সংস্কৃতি-শিক্ষাসহ আরো বহু বিষয়। এবারের ইত্যাদিতে সেই পটগান পরিবেশন করেছেন সাতক্ষীরার ‘সুশীলন সাংস্কৃতিক দল’। সাতক্ষীরা ও সুন্দরবনকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যর অধিকারী সাতক্ষীরার ‘মুন্ডা’ শিল্পীদের পরিবেশিত নৃত্যের অনুকরণ নিয়ে করা হয় ২য় পর্ব। যা ছিল বেশ উপভোগ্য। দর্শকদের অনুরোধে দীর্ঘদিন পর এই পর্ব থেকে বাড়ির দর্শকদের জন্যও ধাঁধা দেয়া হয়েছে। এছাড়াও আমাদের চলমান জীবনের নানা অসঙ্গতি ও সমকালীন প্রসঙ্গ নিয়ে দর্শকদের ক্রিয়া-প্রতিক্রিয়া, ভাবনা নিয়ে নুতন আর একটি পর্ব সংযুক্ত হয়েছে এবারের পর্বে। অর্থাৎ ইত্যাদির এই পর্ব থেকে দর্শকদের বিভিন্ন প্রতিক্রিয়াকে নাট্যাংশে রূপান্তরিত করে প্রচার করা হবে। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস ও তীক্ষè নাট্যাংশ। দৃশ্যপটে পাত্র-অদৃশ্যপটে অনিয়ম, টকশো’র টক্কর, সেবা’র যন্ত্রণা, সরাসরি’র ছড়াছড়ি, তারকার দ্যুতি- দু’দিনের না চিরদিনেরসহ বিভিন্ন সাম্প্রতিক বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মামুন মোহাম্মদ। সব শ্রেণী পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ প্রচার হবে ৩১ মার্চ, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ