Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র তৈরিতে ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতা

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আর্কাইভ ১৯৭১ আয়োজিত দেশব্যাপী মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ২৭ মার্চ ২০১৭, সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপান প্রবাসী মুক্তিযুদ্ধ গবেষক সাকুরা সাবের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের মিরকাদিম উপজেলার মেয়র শহিদুল ইসলাম শাহিন। উল্লেখ্য, আর্কাইভ ১৯৭১-এর নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক প্রণব সাহা’র তত্ত্ববধানে মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর দুর্লভ প্রামাণ্য ও কাহিনীচিত্র নির্মিত হয়, যা দেশব্যাপী স্কুল পর্যায়ে প্রদর্শন করা হবে।- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ