Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

প্র: আমি অবিবাহিতা। বয়স ১৮। অনেক দিন থেকেই আমার মুখে, বুকে বেল ব্রন হয়েছে। চিকিৎসা নেয়ার পরও ব্রন সারছে না। ব্রন নির্মূলের কোনো চিকিৎসা আছে কি?
-রূপা। রূপগঞ্জ। নারায়ণগঞ্জ।
উ: ব্রন এখন কোনো বড় সমস্যা নয়। ব্রনের ধরন ও কারণ অ্যানালাইসিস করে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে অতি অল্প সময়ে ব্রন নির্মূল করা সম্ভব।
প্র: আমি বিবাহিত। বয়স ৩৮। এ বয়সেই আমি সহবাসে ব্যর্থ। দ্রুতবীর্য স্খলন হয়ে যায়। এতে আমি বিব্রত। তাই আপনার শরণাপনড়ব হলাম।
তানভীর। মগবাজার। ঢাকা।
উ: আপনার কোনো মানসিক সমস্যা না থাকলে সেক্স হরমোন অ্যানালাইসিস করে কোনো পার্শ্ব-ক্রিয়া ছাড়াই আপনাকে সুস্থ করা সম্ভব।
প্র: আমি অবিবাহিতা। বয়স ২৮। আমার স্তন দুটি একেবারে নরম হয়ে কিছুটা ঝুলে গেছে। এতে আমি হতাশ। স্তন দুটো আগের মতো করা কি সম্ভব?
ডা. শারমিন। ল²ীবাজার ঢাকা।
উ: বর্তমানে রেডিও ফ্রিকোরেন্সি ওয়েব্স। প্রবাহ করে কোনো পার্শ্ব-μিয়া ছাড়াই আপনার স্তনদ্বয়কে সুঠাম করা সম্ভব।
প্র: আমি বিবাহিত। বয়স ৪০। দীর্ঘদিন যাবত আমার দেহের বিশেষ করে দু’পায়ে পশমের গোড়ায় পুঁজসহ ফোঁড়া হচ্ছে। চিকিৎসা নিলে ভালো হয়ে আবার হচ্ছে। রোগটি কি নির্মূল করা সম্ভব?
আবুল ফজল। বগুড়া।
উ: আপনার রোগটির নাম ‘ফলিকুলাইটিস’। সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি নির্মূল করা সম্ভব।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক. যৌন, সেক্সও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট,
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯
০২৯৩৪২৮৭৬।



 

Show all comments
  • Mustafizur Rahman ৬ এপ্রিল, ২০১৭, ৬:০৪ পিএম says : 0
    Please give doctor's e-mail so that many people can get advice from him regarding their concerned problems. It may give doctor extra trouble but people will get help.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন